বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাজ্য সরকারের আমলার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুললেন মালদার TMC নেত্রী

রাজ্য সরকারের আমলার বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ তুললেন মালদার TMC নেত্রী

তৃণমূল নেত্রী শ্যামলী দাস (টুইটার)

শ্যামলী দাসের অভিযোগ, অবৈধ টেন্ডার ডেকে বিদায়ী বিডিও কিছু কাজ করিয়েছিলেন আবার কিছু কাজ না করে তিনি বিল ছেড়ে দিয়েছেন। তৃণমূল নেত্রীর অভিযোগ, তিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি থাকাকালীনই বিডিও একের পর এক দুর্নীতি চালিয়ে গিয়েছেন।

মালদার রতুয়া ২ নম্বর ব্লকের বিদায়ী বিডিও নিশীথ কুমার মাহাতোর বিরুদ্ধে টেন্ডার দুর্নীতির অভিযোগ এনেছেন শাসকদলের নেত্রꦡী শ্যামলী দাস। এই দুর্নীতির বিরুদ্ধে তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আদালত বিষয়টি খতিয়ে দেখতে জেলাশাসককে নির্দেশ দিয়েছেন। তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি শ্যামলী দাসের অভিযোগ, আদালতের নির্দেশ সত্ত্বেও জেলাশাসক এখন এই দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত শুরু করেননি। তাই তিনি আবারও জেলাশাসকে চিঠি দিয়েছেন, আদালতের নির্দেশ মেনে অবিলম্বে তদন্ত শুরু করার।

শ্যামলী দাসের অভিযোগ, অবৈধ টেন্ডার ডেকে বিদায়ী বিডিও কিছু কাজ করিয়েছিলেন আবার কিছু কাজ না করে তিনি বিল ছেড়ে দিয়েছেন। তৃণমূল নেত্রীর অভিযোগ, তিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি থাকাকালীনই বিডিও একের পর এক দুর্নীতি চালিয়ে গ🐼িয়েছেন। তাঁকে অন্ধকারে রেখেই ব্লকের কাজ করাতেন বলে তিনি অভিযোগ করেন।

তাঁর অভিযোগ পঞ্চাদশ অর্থ কমিশ🔯নের প্রায় ৭৫ লক্ষ টাকা টেন্ডার দুর্নীতির সঙ্গে যুক্ত বিডিও। এই নিয়ে তিনি হাইকোর্টে একটি মামলাও করেন। মামলায় আদালত জেলাশাসককে গোটা বিষয়টি খতিয়ে দেখতে নির্দেশ দেন। তৃণমূল নেত💃্রীর অভিযোগ এখনও পর্যন্ত জেলাশাসক হাইকোর্টের নির্দেশ মেনে তদন্ত শুরু করেননি।

তাই শুক্রবার জেলাশাসকের কাছে ফের অভিযোগ জানিয়েছে🍃ন শ্যামলী দাস। তবে এবার যদি কোনও ব্যবস্থা না নেন জেলাশাসক তবে আগামী দিনে তাঁর দফতরের সামনে অনশনে বসবেন বলে জানিয়েছেন তৃণমূল নেত্রী।

তিনি সংবাদমাধ্যমকে বলেন, 'মুখ্যমন্ত্রী দুর্নীতি দূর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন আর তাঁর আমলাদের এ🦄কাংশ দুর্নীতির সঙ্গে যুক্ত।'

অন্যদিকে জেলাশাসক নীতিন সিংহানিয়া বলেন,'অভিযোগের ভিত্তিতে তদন⛎্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেও🍰য়া হবে। অভিযোগ মিথ্যে হলে সেক্ষেত্রেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।'

তৃণমূল নেত্রীর এই অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়ে🌺ছে রাজনৈতিক তরজা। মালদা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রণব কুমার ভট্টাচার্য বলেন,'তৃণমূল নেত্রীর অভিযোগের তদন্ত শুরু হচ্ছে না। তদন্ত শুরু হলে তৃণমূল নেতারাই ফেঁসে যাবেন।▨ শিক্ষা, থেকে রেশন সর্বত্র যেভাবে দুর্নীতি হচ্ছে সেভাবে এক্ষেত্রেও দুর্নীতির হচ্ছে।' মালদা জেলা কংগ্রেস তৃণমূলের পাশে রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে বিজেপি দক্ষিণ মালদা বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি বলেন,'হয়তো জেলাশাসক চাপেরജ মুখে রয়েছেন তাই হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও তদন্ত শুরু করতে পারছেন না। আমরা চাই ইডি বা সিবিআই দ💟িয়ে তদন্ত হোক।'

বাংলার মুখ খবর

Latest News

কাঠ ফাটা গরমে গাছ মরে যাচ্ছে? এই বিশেষ নিয়মে বাগানে দিন জল, হꦰবে না কোনও সমস্যা শুরু মতুয়া সম্প্রদায়ের বারুণী মেলা ও পুণ্যস্নান! ‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনꦕোবিদ নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্বিনের? ফের বেনিয়ম! রাজ্যে আরও একটি শিক্🧸ষক নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল হাই🐷কোর্ট ক্যানিং লোকালে ঘটল দুর্🥂ঘটনা, ট্রেন ধাক্কা দিল মোটরবাইকে, ৪০ মিনিট ব্যাহত পরিষেবা চতুর্থ সন্তানের বাবা হলেন দুবাইয়ের যুবꦫরাজ! নাম রাখলেন ‘হিন্দ’ মাদকে আসক্ত কতজন? এই প্রথমবার হবে শুমারি, বড় ঘোষণা পা🅷ঞ্জাব সরকারের চিরদিনই তুমি যে আমারে নায়ক আসলে ভিলেন!নেটপাড়💃ায় গল্প ফাঁস হতেই ক্ষুব্ধ দর্শকরা অনীকের ভাই টনিককে কোলে নিয়ে অঙ্কনাদিদি! খুদেকে কী শেখাল সারেগামপা-🎉র ‘শিসপ্রিয়া’ সুপারিশ ত🎶ালিকায় একাধিক প্রভাবশালীর নাম, সিবিআইয়ের ডাক পড়তে পারে যে কোনও দিন

IPL 2025 News in Bangla

‘এরকম পিচে বোলিং করলে, বোলারদের মনোবিদ 𒈔নিয়ে ঘুরতে হবে’! BCCIকে খোঁচা অশ্ব🍃িনের? সর্ꦫবত্র সুবিধা পাচ্ছে হোম দল, সাধু সাজছে CAB! লজ্জা হওয়༺া উচিত,খোঁচা নাইট ভক্তদের ‘অনেকে তো লাখ টাকারও বাজি ধরে’, KKR-এর গেমিং 🔯রুমে ‘বেটিংয়ের' হদিশ দিলেন রমনদীপ শাহর🍌ুখকে🦂 দেখার নেশায় রেলিং টপকে মাঠে ঢোকার চেষ্টা যুবকের, তারপর...? KKR-র কাছে হেরে অবাঞ্ছিত রেকর্ড রি𓂃য়ানের, RR-র কꦰোনও দলনায়কের এই হতাশাজনক নজির নেই জ্ঞান দিতে পয়সা পান না, ইডেনের কিউরেটরকে তোপ, KKR-কে অন্য♊ত্র চলে যাও♈য়ার পরামর্শ রোহিতের টেস্ট ভবিষ্যৎ নির্ধারিত, IPL-এর ♎শেষ সপ্তাহেই বড় ইঙ্গিত দেবেন আগরকররা! 'টাকা দিয়ে ভাড়া করে এনেছিল', মাঠে ঢুকে ফ্যান রিয়া♔ন পা ধরতেই বইল কটাক্ষের বন্যা শতক মানে বাচ্চা! উইলিয়💎ামসনের হিন্দি𝕴 শেখার বহর দেখে হেসেই খুন হরভজনরা- ভিডিয়ো সাড়ে ছয় ওভারে ๊১০৯ রান, আর্চারকে মেরে ছাতু করেছেন বিদেশিরা, সমীহ করেন শুধু মইন

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.
caco88