জি বাংলার পর্দায় সদ্যই শুরু হয়েছে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি। বহুদিন পর এই মেগার হাত ধরে ছোট পর্দায় ফিরেছেন জিতু কমল এবং দিতিপ্রিয়া রায়। অল্পদিনেই নজর কেড়েছে এই মেগা। কিন্তু একি! সপ্তাহখানেক কাটতে না কাটতেই গল্প ফাঁস করে দেওয়া হল নেটপাড়ায়🎉। আর তারপরই যারপরনাই ক্ষুব্ধ দর্শকরা।
কী ঘটেছে?
এদিন একটি পেজের তরফে জানানো হয় এই চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকটি জাজু আদতে একটি মারাঠি ধারাবাহিকের রিমেক। আর সেই অনুযায়ী চিরদিনই তুমি যে আমার নাটꦓকের নায়ক আর্য আসলে নাটকের ভিলেন। সে তার স্ত্রী রাজনন্দিনীর মৃত্যুর কারণ। সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার জন্য অপর্ণাকে বিয়ে করবে। অপর্ণা পরবর্তীতে রাজনন্দিনীর হয়ে প্রতিশোধ নিবে এবং শেষে আর্য নিজের অন্যায়ের জন্য আত্মহত্যা করবে। এটি মারাঠি সিরিয়ালের রিমেক।
কে কী বলছেন?
আর এই কথা দেখেই যারপরনাই ক্ষুব্ধ নেটিজেনরা। এক ব্যক্তি লেখেন, 'টেনশনের দরকার নেই। পরিচালক গল্প হের ফের 𓆏করে দেবে।' আরেকজন লেখেন, 'বলেই দিলেন যখন আর দেখার তো দরকার নেই। কিন্তু এই রহস্যটা ফাঁস করে দেওয়ার দায়িত্ব কে আপনাকে দিয়েছিল?' তৃতীয় জন লেখেন, 'এটা মারাঠির রিমেক না তবে মারাঠির যে সিরিয়াল তার সাথে কিছু মিল আছে আর সে সিরিয়ালটা বেশিদিন চলেনি, ৯ মাস চলছ♛ে পর্ব ছিল ২০০-৩০০ তাই জি বাংলা এত অল্প সময়ের সিরিয়াল রিমেক করবে না। এটা মুলত তেলেগু সিরিয়ালের রিমেক সেটায় নায়ক ভিলেন থাকে না আর সেটা ৪ বছর চলেছে এবং হিট ছিল। তবে অনেক সিরিয়াল বাংলায় রিমেক হয়েছে কিন্তু সেগুলোর গল্প অনেক পাল্টে দিয়েছে।' চতুর্থ জনের মতে, 'কে আপনাকে এই দায়িত্ব দিয়েছিল যে সবার দেখার আগ্রহতে আপনাকে জল ঢালতে হবে ? অন্য কোনও কাজ পাননি না কি?' পঞ্চম ব্যক্তি কথায়, 'আসলে সব সিরিয়ালগুলো কোনও না কোনও ভাবে নকল করা। তা এটাও নয় নকল হল তাতে কি এসে গেল। যাক গে গল্প যখন বলেই দিলেন তাহলে সবাই দেখা বন্ধ করে দিলেই হয়।'
প্রসঙ্গত চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক🔴টি রোজ জি বাংলার পর্দায় দেখা যায়। এটি রোজ সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ সম্প্রচারিত হয়।