মার্চ থেকে জি বাংলার পর্দায় শুরু হয়েছে ‘দুগ্গামণি ও বাঘ মামা’। শুরু থেকেই ছোট্ট ‘দুগ্গামণি'র মাকে খুঁজে পাওয়ার গল্প ফুটে উঠেছে মেগায়। ধার🍸াবাহিকের মানালি মণী🧔ষা দে অভিনীত চরিত্র 'গায়েত্রী' হায়িয়ে যাওয়া মেয়ে ‘দুগ্গামণি'। যদিও একথা তারা কেউই জানে না। এমনকী 'গায়েত্রী' তার হারানো মেয়ের কথাও তার শ্বশুরবাড়ির সকলের সঙ্গে ভাগ করে নিতেও পারে না। কারণ মেয়ের সঙ্গে জড়িয়ে তার জীবনের অন্ধকার অতীত। আর সেই অতীতের স্মৃতি নিয়েই এবার মেগার নতুন প্রোমোয় চমক দিলেন সৌম্য বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে ‘দুগ্গামণি ও বাঘ মামা’র নতুন প্রোমো মেগায় সৌম্যকে 'গায়েত্রী'র প্রাক্তন স্বামীর চরিত্রে দেখা যাবে। প্রোমোর শুরুতেই দেখা গিয়েছে ‘গায়েত্রী’-এর শ্বশুরবাড়িতে জোর কদমে চলছে দুর্গাপুজোর প্রস্তুতি। তার মাঝেই সেই বাড়িতে এসে হাজির 'রিন্টুদা'। সে সম্পর্কে গায়েত্রীর শাশুড়ির ভাইপো। তা হঠাৎ আসায় বাড়ির সকলেই বেশ আনন্দিত হয়ে পড়ে। ‘গায়েত্রী’-এর স্বামী তাকে দাদার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ডাকে। 'দুগ্গামণি' এসেছে ভেবে ‘গায়েত্রী’ যখন ছুটে আসে, তখন সামনে প্রাক্তনকে দেখতে পায়। ‘গায়েত্রী’কে সামনে দেখে 'রিন্টু'ও খানিক অবাক হয়। কিন্তু তার মনের ভাব বাইরে প্রকাশ না করে, সে ‘গায়েত্রী’ পরচিয় জানতে চায়। জানতে পারে💟 গায়েত্রী রিন্টুর ভাইয়ের বউ।
আরও পড়ুন: এবার প্রিয়াঙ্কা বনাম অনিন্দিতা! 'লজ্জা ২'-এর ট্রেলারে দারুণ চমক, কোন ভূমিকায় থাকছেন দী♔পঙ্কর দে?
অন্যদিকে, অতীতের অন্ধকারে লুকিয়ে থাকা স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। প্রোমোতে তার ঝলকও দেখা যায়। সেখানে 'গায়🅺েত্রী-রিন্টু'র মালাবদল ও সিঁদুরদানের কিছু দৃশ্য দেখা যায়। ঘটনার আকর্𓄧ষিকতায় জ্ঞান হারায় 'গায়েত্রী'। মাসিমণি 'গায়েত্রী'র অবস্থা দেখে ছুটে আসে ‘দুগ্গামণি'। তাকে দেখে রিন্টু তারও পরিচয় জানতে চায়। এখানেই প্রোমো শেষ হয়।
মেগায় 'দুগ্গামণি' বা 'গায়েত্রী' মেয়ে-মা হলেও কেউই কারুর পরিচয় জানে না। তাঁর মধ্যে 'রিন্টু'র আগমন যে মেগার ব꧑ড় ট্যুইস্ট তা বলাই যায়। পাশাপাশি প্রশ্ন থেকে যায় যে 'দুগ্গামণি' কি তবে 'গায়েত্রী' আর 'রিন্টু'র সন্তান? এর উত্তর অবশ্য পাওয়া যাবে মেগা এগোলে।
আরও পড়ুন: ৬৫ বছর বয়সে না ফেরার দেশে ব্যাট🤡ম্যান! কী হয়েছিল ভ্যাল কিলমারের?
তবে ‘দুগ্গামণি ও বাঘ মামা’র নতুন প্রোমো দেখে অনুরাগীᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚরা মিশ্র প্রতিক্রিয়া দিয়েছেন। একজন কমেন্টে লেখেন, ‘জি ও বুঝে গেছে! দুগ্গামনির গল্প লোকে গিলবেনা, তাই গায়ত্রীর অতীত আর ট্রাইঅ্যাঙ্গেলই ভরসা।’ আর একজন লেখেন, ‘ত্রিকোণ প্♋রেম রাখতেই হবে?’ তবে আবার অনেকে এই প্রোমোটি পছন্দও করেছেন। একজন লেখেন, ‘দারুণ প্রোমো, সৌম্যদাকে পর্দায় দেখার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’