সারেগামাপা-র পর থেকে চর্চায় রয়েছে কাঁথির অতনু মিশ্র। দেয়াশিনী রায়ের সঙ্গে যুগ্নভাবে প্রথম হয়েছে সে। আর এই খুদে শিল্পীর বয়স মাত্র ১২। কাঁথিরই এক স্কুলের সপ্তম শ্রেণির ছাত🌞🐼্র সে। গান বাজনার পাশাপাশি অতনু একজন ভালো ছাত্রও বটে। এই মুহূর্তে স্কুলে পরীক্ষা চলছে সারাগামাপা ২০২৪-জয়ী এই শিল্পীর। কেমন হচ্ছে পরীক্ষা? সেকথা নিজেই জানালেন অতনু মিশ্র।
খুদে শিল্পীর ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, বুধবার তার বাংলা পরীক্ষা ছিল। কেমন হয়েছে সেই পরীক্ষা? এ প্রশ্নই অতনুকে করেছিলেন অনেকে। আর তারই উত্তর দিয়েছে ছোট্ট শিলꩵ্পী।
অতনু মিশ্র নিজের ফেসবুকের পাতায় লিখেছে, ‘অনেকে জিজ্ঞেস করেছেন গতকাল বাংলা পরীক্ষা কেমন হলো? মোট🐎ামুটি হয়েছে। আসলে আমি এবারের ইউনিট টেস্ট এর পড়া দেরি করে শুরু করেছি তো তাই। পুরো ভালো হয়েছে বলতে পারলাম না। আশাকরি পরের পরীক্ষা থেকে ভালো পরীক্ষা দিতে পারব। আজ ইংলিশ আছে। দেখা যাক কেমন হয়?’
আরও পড়ুন-মানুষ যা🐬 খায়, তারই ঢ🀅েকুর ওঠে…, আর আমরা তো চোরেদের সরকার নিয়ে এসেছি…: হিরণ
অতনু মিশ্রর এই পোস্ট🐻ের নিচে কমেন্টও করেছেন বহু নেটিজেন। একজন প্রশ্ন করেছেন, ‘নিশ্চয়ই ভালো হবে। তুমি কি English medium এ পড়ো?’ এই প্রশ্নের উত্তরে অতনু জানিয়েছেন 'না'। এক বর্ষীয়ান লিখেছেন, ‘তুমি গানের পাশাপাশি পড়া শুনাটাও ভালো ভাবে চালিয়ে যাবে দাদু ভাই । তাহলে রেজাল্ট অবশ্য ই ভালো হবে।’ আরও একজন লেখেন, ‘গানের সঙ্গে পড়াশোনা করাটাও জরুরি পরেরটা ভালো হবে ভালো থেকো’। কেউ আবার অতনুকে প্রশ্ন করেছেন সে ক্লাস ৮এ পড়ে কিনা?
য🌌দিও এই শিল্পী ক্লাস সেভেনের ছাত্র বলেই জানা যায়। অতনুর এই পোস্টে অনেকেই কমেন্ট করেছেন। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
এদিকে অতনুর ফেসবুক পোস্ট বলছে পরীক্ষা পড়াশোনার ফাঁকে নিয়মিত রেওয়াজও চালিয়ে যাচ্ছে সে। পাশাপাশি বাড়ির পুকুর থেকে বড়শি দিয়ে একটা বিশাল মাছ ধরতেও দেখা যায় অতনুকে। ‘হা হা হা…আমি মাঝ ধরতে হেল্প করেছি।’ একজন মহিল♏া পাশ থেকে বলে, ‘কত বড় মাছ!’ ম💎াছ ধরার সময় অতনুর চারপাশে তার দাদু-ঠাকুমা ও এক ভাইকেও দেখা যায়।
প্রসঙ্গত, মাঝে মধ্যেই ফেসবুকের পাতায় নানান ভিডিয়ো পোস্ট করতে দেখা যায় বাংলা সারেগামাপা -🦄২০২৪ জয়ী এই শিল্পীকে। দুদিন আগেই কাঁথির বইমেলা, কাঁথির ক্ষেত্রমোহন মাঠের মেলা সহ নানান ভিডিয়ো পোস্ট করেছিলেন ছো🗹ট্ট শিল্পী অতনু মিশ্র।