লোকসভা নির্বাচনের মধ্যেই ফের পূর্ব মেদিনীপুরের ময়নায় বিজেপি কর্মীকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। নিহত বিজেপি কর্মীর নাম ধনঞ্জয় মিদ্দা ওরফে দীনবন্ধু। বুধবার থেকে নিখোঁজ ছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে তাঁর ঝুলন্🦩ত দেহ উদ্ধার হয়। দেহের হাঁটু ছিল মাটিতে ঠেকানো। যাতে বিজে🗹পি কর্মীর পরিবারের অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁকে খুন করে ঝুলিয়ে দিয়েছে।
আরও পড়ুন: লোকসভা ভোটে EVM'র সাথে VVPAT'র ১০🅷০% ভোট মিলিয়ে দেখা হবে? রায়দান করে কী জানাল স⭕ুপ্রিম কোর্ট
পড়তে থাকুন: '২৬ হাজার পরিবারের সুখ ছিনিয়ে নিল TMC-র দুর্নীতি', ম♊োদীর মুখে SSC রায়
ঝুলন্ত দেহ উদ্ধার
ময়নার বাকচার গোড়ামহাল সক্রিয় বিজেপি কর্মী বলে পরিচিত মিদ্দা পরিবার। দীর্ঘদিন ধরে ঘরছাড়া দীনবন্ধুর বাবা সুদর্শন মিদ্দা। তার পর থেকে বাড়ির চাষাবাদ দেখাশোনা করতেন দীনবন্ধু। বুধবার বিকেল থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান তিনি। রাতে তিনি বাড়ি🐭তে না ফেরায় খোঁজ শুরু করেন পরিজন ও প্রতিবেশীরা। রাতভর খোঁজাখুঁজিতে সন্ধান না মেলায় বৃহস্পতি⛦বার সকালে ময়না থানায় নিখোঁজ ডায়েরি করেন নিহতের পরিবারের সদস্যরা। দিনভর খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় একটি পানের বরজ থেকে দীনবন্ধুর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তাঁর হাঁটু ছিল মাটিতে ঠেকা।
খুনের অভিযোগ পরিবারের
পরিꦐবারের দাবি, দেহে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তৃণমূলি দুষ্কৃতীরা পরিকল্পনামাফিক পিটিয়ে খুন করে ঝুলিয়ে দিয়েছে দীনবন্ধুকে। দেহ উদ্ধার করতে ময়না থানার পুলিশ পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেন, আমাদের আরও এক কর্মীকে নির্মমভাবে খুন করেছে তৃণমূল। আমরা এর বিচার চাই। পুলিশকে দিয়ে ময়নাতদন্ত করালে হবে না। আমরা কেন্দ্রীয় সরকারি হাসপাতালে ময়নাতদন্তের দাবি জানাচ্ছি। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন মৃতের মা।&nbs✅p;
আরও পড়ুন: আজ মনোনয়ন জম꧃া কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপ෴ুরের পুরপ্রধান, কেন?
পালটা তৃণমূলের দাবি, বিজেপির গোষ্ঠীকোন্দলে খুন হয়েছেন দীনবন্ধু। এর সঙ্গে তৃণমূলের যোগ নেই। উলটে বিজেপি কর্মীদের বিরুদ্ধে এলাকায় তৃণমূল কর্মীদের🤪 খুনের অভিযোগ এনেছেন যুব তৃণমূল নেতা পার্থসারথি মাইতি।