২ এপ্রিল অর্থাৎ আজ অজয় দেবগনের জন্মদিন। জন্মদিনের এই প্রাক্কালে কাজল, সঞ্জয় দত্ত, করিনা কাপুরুর সহ আরও অনেকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন পর্দার সিংহমকে। অজয়ের সব থেকে কাছের বন্ধু রোহিত শেট্টি একেবারে অন্যরকম ছবি পোস্ট করে অﷺভিনেতাকে জানালেন জন্মদিনের শুভেচ্ছা।
বর্তমানে প্রায় সারা বিশ্ব জিবলি আর্টের কায়দাജয় ছবি বানিয়ে পোস্ট করতে ব্যস্ত। এবার সেই তালিকায় নাম লেখালেন রোহিত। বন্ধু অজয়ের জন্মদিনে তাঁদের বেশ কয়েকটি ছবি কার্টুনের কায়দায় পোস্ট করলেন পরিচালক🌱।
আরও পড়ুন: ‘তুম্বাদ’ পরিচা🔯লকের সঙ্গে জুটি বাঁধছেন শ্রদ্ধা? জল্পনা রটতেই কী বলছে নেটপ꧙াড়া?
আরও পড়ুন: অজয়ের জন🍌্মদিন শুভেচ্ছা বার্তা রুদ্রনীলের, বললেন, ‘কম কথা বললেও উনি...’
রোহিত যে ছবিগুলি পোস্ট করেছেন তার প্রথম ছবিটা দেখা যাচ্ছে, অজয় কোনও দৃশ্যের শুটিং করছেন এবং পাশে দাঁড়িয়ে তাঁকে পরিচ♏ালনা করছেন রোহিত। দ্বিতীয় ছবিতে রোহিত এবং অজয়কে শ্যুটিং দেখতে দেখা যাচ্ছে। দ্বিতীয় ছবিতে পুলিশের ইউনিফর্মে অজয়কে দেখা যাচ্ছে, পাশে মুঠোফোনে তাঁকে কিছু দেখাচ্ছেন রোহিত।
তবে সর্বশেষ ছবিটি সবথেকে সুন্দর মুহূর্ত বহন করছে কারণ শেষ ছবিতে দুই 🏅ব💟ন্ধুকে একে অপরকে জড়িয়ে ধরতে দেখা যাচ্ছে। এই প্রত্যেক কটি ছবি AI দিয়ে কার্টুনের আঙ্গিকে তৈরি করে পোস্ট করেছেন রোহিত। ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন বিগ ব্রাদার।’
আরও পড়ুন: অজয়কে জন্মদিনের শুভেচ্ছা ক🔯াজলের, ক্যাপশন দেখে হেসে🙈 খুন ভক্তরা!
আরও পড়ুন: ২৫ বছর পর বড় পর্দায় সলমন-সঞ্জয় জুটি,🍷 ছবির নাম এল প্রকাশ্য꧙ে, কবে শুরু শ্যুটিং?
রোহিতের পোস্ট করা ছবি দেখে রীতিমতো উচ্চসিত হয়েছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘সত্যি প্রিয় জুটি।’ অন্য একজন লিখেছেন, ‘এর থেকে ভালো আর কিছুই হতে পারত না।’ তৃতীয় জন ♉লিখেছেন, ‘শেষ ছবিটি আমাকে টিনটিন কার্টুনের থম্পসন ব্রাদারের কথা মনে কথা মনে করিয়ে 🔥দিল।’
অজয়ের জন্মদিনে কাজল
অজয়ের জন্মদিনে কাজল যে ছবিটি পোস্ট করেন সেখানে দেখা গেছে, কাজল এবং অজয় দুজনেই পরে রয়েছেন একটি কালো রঙের পোশাক। অজয়ের চোখে মোটা ফ্রেমের চশমা। ক্যামেরার দিকে তাকিয়ে কাজলের সেই চিরাচর🐠িত হাসি এবং অজয়ের কাজলের দিকে তাকিয়ে গুণমুগ্ধ হাসি।
ছবি পোস্ট করে ক্যাপশনে কাজল লিখেন, ‘সব কুল ব্যক্তিদের জন্ম আগস্ট মাসে হয়, কিন্তু তোমাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে আমাদের কোনও আপত্তি নেই।(চোখ টিপে পার্টির মুখের ইমোজি) সব সময় আমার থেকে বড় হওয়ার জন্য ধꩵন্যবাদ।(হাত ভাঁজ করার ইমোজি)।’