এখন দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। তাই সব রাজনৈতিক দল✃ই প্রস্তুতি নিচ্ছে। তবে তার মধ্যেই আরও একবার জেলার মাটিতে ধরাশায়ী হল ‘নন্দকুমার মডেল’। শুভেন্দু অধিকারীর খাসতালুক হলদিয়া। তিনি বিরোধী দলনেতা। আবার এই হলদিয়ায় বিধায়ক বিজেপির। সেখানে দ্বারিবেড়্যা গ্রাম্য সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সমবায় ꦺনির্বাচনে নন্দকুমার মডেলকে ধুয়েমুছে সাফ করে দিয়ে জয়ী হল শাসকদল তৃণমূল কংগ্রেস। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে এই জয় সংগঠনে বাড়তি অক্সিজেন জোগাবে বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এখানে শুক্রবার হলদিয়ায় দ্বারিবেড়্যা গ্রাম্য সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচন হয়। সেখানে সমবায় সমিতির মোট ৪২টি আসনে এদিন হয় ভোটগ্রহণ। ৪২টি আসনে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের অলিখিত সমন্বয় জোট গড়ে ওঠে। সেই জোট নিয়ে লড়াই করে তারা তৃণমূল কংগ্রেসꦆের বিরুদ্ধে। ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এককভাবে ৩৭টি আসনে জয়লাভ করে। এই ফলাফলে রাজনৈতিক প্রত্যাখ্যান হয়েছে নন্দকুমার মডেল বলে মনে করা হচ্ছে। আর সমন্বয় জোট পায় মাত্র ৫টি আসন।
তারপর কী দেখা গেল? এই সমবায় সমিত♋ির জয়ের পর এদিন দ্বারিবেড়্যা কালী মন্দির প্রাঙ্গণে সবুজ ঝড় দেখা যায়। প্রবল উচ্ছ্বাসে ফে🍨টে পড়ে তৃণমূল কংগ্রেসের কর্মী– সমর্থকরা। সবুজ আবির উড়িয়ে তাসা বাজিয়ে চলে ঘাসফুল শিবিরের বিজয় উৎসব। তবে সেখানে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 🌳যদিও𓆏 এই নিয়ে বিরোধীরা কেউ কোনও মন্তব্য করেনি। আলিমুদ্দিন থেকে বিজেপির সঙ্গে জোট করার নির্দেশ কিছুদিন আগে দেওয়া হয়েছিল। তারপরও এমন জোট দেখা যাচ্ছে।
উল্লেখ্য, আগে পূর্ব মেদিনীপুরের একাধিক জায়গায় ধরাশায়ী হয়েছিল এই ‘নন্দকুমার মডেল’। তমুলকের শহিদ𒁃 মাতঙ্গিনী ব্লকের খারুই গঠরা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনেও বড় ব্যবধানে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস। বাম–বিজেপি জোটে ওখানে মাত্র ৪টি♎ আসনে এসেছিল। পূর্ব মেদিনীপুরের সমবায় নির্বাচনে আরও একবার মুখ থুবড়ে পড়ল নন্দকুমার মডেল। বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ আগেই বলেছিলেন, ‘আমরা সবাইকে সঙ্গে নিয়ে তৃণমূলকে হারাতে চাই। তৃণমূলকে হারাতে নিচুস্তরে অন্য দলের সঙ্গে জোট হলে সমস্যার কিছু নেই।’
এই খবরটি আপনি প🅺ড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক //htipad.onelink.me/277p/p7me4aup