গরম পড়তেই মশার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। আ💧র তার সঙ্গেই ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগের আশঙ্কা থাকছে। তাই মশার বংশবৃদ্ধি রোধে এক﷽ বছর ধরে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানে চালাচ্ছে নিউ টাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনকেডিএ)।
আরও পড়ুন: জ🐼ানেন কি এডিস মশা কখন সবচেয়ে বেশি সক্রিয় থাকে? সজাগ থ🀅াকতে রইল টিপস
গত বছরের জুলাই থেকে এই অভিযানের অংশ হিসেবে এনকেডিএ নিউটাউন এলাকা বরাবর ২০টিরও বেশি খাল এবং নিকাশি নালা পরিষ্কার করেছে। এর আনুমানিক দৈর্ঘ্য প্রায় ৫২ কিলোমিটার। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, নিয়মিত সময় পর পর এই খালগুলি পরিষ্কার করা হচ্ছে। এর আগেও এই ꦬপদক্ষেপের ফলে গত বছর নিউ টাউনে ডেঙ্গির প্রকোপ উল্লেখযোগ্যভাবে ৯০ শতাংশ কমে গিয়েছিল। গত বছর নিউ টাউনে মাত্র ৩৭ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। একজন আধিকারিক জানিয়েছেন, চলতি বছরে 💎এই পরিষ্কার অভিযান মে এবং সেপ্টেম্বরে ও পরে আবার আগামী বছরের জানুয়ারিতে হওয়ার কথা ছিল। উল্লেখ্য, ২০২৩ সালে নিউ টাউনে ৩৪৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিল। সেই জায়গায় গত বছর সংখ্যাটি ব্যাপকভাবে কমে গিয়েছিল। শুধু তাই নয়, এই পরিষ্কার অভিযান বর্ষাকালেও জল জমা রোধে সাহায্য করবে বলে জানানো হয়েছে।