চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক। একেবারে দিশেহারা অবস্থা অনেকের। কী করবেন বুঝতে পারছেন না। কীভাবে ফের চাকরি মিলবে তা নিয়ে তাঁদের মধ্য়ে ☂সংশয় দানা বেঁধেছে। আর তারপর ছড়া লিখলেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য। তিনি লিখে🐬ছেন, শকুনের কাজ শকুন করেছে, চাকরি খেয়েছে হায়! মানুষের পেটে লাথি মেরে কি, ক্ষমতায় আসা যায়?
এক্স হ্যান্ডেলে ঠিক কাদের নিশানা করেছেন দেবাংশু?
দেবাংশু লিখেছেন, শকুনের কাজ শকুন করেছে,
চাকরি খেয়েছে হায়!
মানুষের পেটে লাথি মেরে কি, ক্ষমতায় আসা যায়?
ব💃াংলার ২৫,৭৫৩ মানুষ চাকরিহারা। দিশেহারা মানুষদের নিয়ে হাসি-ঠাট্টা-মজা করে, সোশ্যাল মিডিয়ায় শকুনের রাজনীতি ༺করছে বাংলা বিরোধীরা। রুটি-রুজি ছিনিয়ে নেওয়ার পর এদের পৈশাচিক উল্লাস দেখলেই বোঝা যায়, এদের আসল উদ্দেশ্য বাংলার অচলাবস্থা তৈরি করা।
এসব শকুনꦅদের শত চেষ্টার মাঝেও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানবিকভাবে চেষ্টা করে চলেছেন দ্রুত সুরাহা করার।
এটাই পার্থক্য!