সুপ্রিম কোর্টের রা൩য়ে ২৬ হাজারের চাকরি গিয়েছে। তার জেরে বিরোধীরা কাঠগড়ায় তুলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে। কিন্তু বাংলার সরকার যে উন্নয়নের কাজ করে চলেছে সেটার আর একবার প্রমাণ মিলল এই আবহে। এই কাজের নিরিখে যে সাফল্যের খতিয়ে উঠে এল তাতে বিরোধীদের চাপে ফেলার জন্য যথেষ্ট। এবার বিদ্যুতে সেরার শিরোপা পেল বাংলা। আজ শুক্রবার সে কথা এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিকে আজ দেশের সেরা কর্মক্ষমতা যুক্ত তাপবিদ্যুৎ কেন্দ্র সাঁওতালডিহি বলে ঘোষণা করল কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। সুতরাং স্বাস্থ্য, শিল্প থেকে সামাজিক প্রকল্পে আগেই সাফল্য এসেছিল। এবার বিদ্যুতেও সুখবর এল। আর তাই রাজ্যের বিদ্যুৎ বিভাগের কর্মীদের শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কার্যক্ষম দক্ষতার ভিত্তিতে এবার ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক র্যাঙ্কিং ঘোষণা করেছে। তাতে শীর্ষস্থানে থাক⛎ার পাশাপাশি দেশের সেরা দশের মধ্যে বাংলার আরও তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্র স্থান পেয়েছে।
অন্যদিকে প্ল্যান্ট লোড ফ্যাক্টরের উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং ঘোষণা করা হয়েছে। আর এই সুখবর জানিয়ে এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এবার বিদ্যুতেও আমরা দেশে সেরার শিরোপা পেলাম। কর্মীদের নিরন্তর পরিশ্রমের ফলেই এটা সম্ভব হয়েছে। কাজের মাধ্যমে নিজেদের সেরাটা বের করে আনার জন্য এবং রাজ্য সরকারকে গর্বিত করার জন্য অভিনন্দন। ২০২৪–২৫ সালের জন্য কেন্দ্রের বিদ্যুৎ 𒁏মন্ত্রক আমাদে🅘র ডব্লিউবিপিডিসিএল–এর সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রকে (পিএলএফ ৯৪.৩৮%) দেশের সেরা কর্মক্ষম তাপবিদ্যুৎ কেন্দ্র হিসেবে স্থান দিয়েছে।’
আরও পড়ুন: ‘মমতা বন্দোপাধ্যায়ের চেয়ে বড় হিন্দু আছে?’ যোগীকে নিশানা করে সুর চড়ালেন পার্থ
এছাড়া দ্বিতীয় স্থানে রয়েছে বীরভূমের বক্রেশ্বর কেন্দ্র, চতুর্থস্থানে সাগরদিঘি এবং নবম স্থানে ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। বিদ্যুৎ উৎপাদনেও দেশের সেরা কোম্পানিগুলিকে (এনটিপিসি, ডিভিসি, আদানি পাওয়ার, রিলায়েন্স পাওয়ার, টাটা পাওয়ার, টরেন্ট পাওয়ার) ছাপিয়ে শীর্ষে উঠে এসেছে ডব্লিউবিপিডিসিএল। দেশের সেরা ১০টি কর্মক্ষম তাপবিদ্যুৎকেন্দ্রগুলির মধ্যে রয়েছে বক্রেশ্বর, ব্যান্ডেলও। বক্রেশ্বর দ্বিতীয়, সাগরদিঘি চতুর্থ এবং ব্যান্ডেল নবম স্থানে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘আমরা আবারও সেরা। আমাদের কর্মকর্তা, ইঞ্জিনিয়ার, কর্মীদের সেরাটা🐈 দেওয়ার জন্য এবং রাজ্যকে গর্বিত করার🌃 জন্য অভিনন্দন।’