আজ অর্থাৎ ৪ এপ্রিল প্রয়াত হন প্রবীণ অভিনেতা মনোজ কুমার। অভিনেতার প্রয়াণে শোকোস্তব্ধ গোটা বলিউড। বেশ কিছুদিন ধরেই হৃদরোগের সমস্যাꦦ এবং লিভার সিরোসিসের সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে শুক্রবার না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হবে শনিবার।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বহু মা🙈নুষ অভিনেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। অসুস্থতা সত্ত্বেও বন্ধুর বাড়িতে পৌঁছে গেছেন ধর্মেন্দ্র। অতি কষ্টে গাড়ি থেকে নেমে তিনি সকলের উদ্দেশে হাতজোড় করে ধীরে ধীরে পৌঁছে যান বাড়ির ভেতরে।
আরও পড়ুন: আসতে চলেছে ‘পঞ্চায়েত ৪’! মুক্তির কথা ঘোষণা করতে বেছে নেও🅘য়া হল কাদের?
আরও পড়ুন: সৃজিতের পরের ছবিতে অ্যꦬালেকজান্দ্রা টেলর? জল্পনা উসক✱াতেই কী বললেন?
বাড়িতে প্রবেশ করার আগে ছবি শিকারীদের উদ্দেশ্যে বলেন, ‘আ𓆏মাদের একসঙ্গে অনেক স্মৃতি রয়েছে। কেরিয়ারের প্রথমদিকে বহু সময় আমরা একসঙ্গে কাটিয়েছি। আমার অনেক ছোটবেলার বন্ধু উনি।’ এই কয়েকটি কথা বলেই তিনি ধীরে ধীরে চলে যান অভিনেতার বাড়ির ভেতরে।
প্রসঙ্গত, গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ থেকে মুম্বইয়ের কোকিলা𒅌বেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শেষের দিকে শারীরিক সমস্যায় জর্জরিত হয়ে পড়েছিলেন অভিনেতা। অবশেষে শুক্রবার ভোর ৪:০৩ মিনিট নাগাদ ৮৭ বছর বয়সে মারা যান তিনি।
জীবদ্দশায় মনোজ কুমার পেয়েছেন পদ্মশ্রী এবং দাদাসাহেব ফালকে পুরস্কার। ভারতের প্রতি অপার শ্রদ্ধা ছিল তাঁ👍র। নরেন্দ্র মোদী থেকে শুরু করে দ্রৌপদী মুর্মু, 🉐সকলে প্রয়াত অভিনেতার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, গত ১ এপ্রিল জানা যায় ধর্মেন্দ্রর ছানি অপারেশন হয়েছে๊। সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর যে ছবিগুলি ভাইরাল হয়েছিল সেখানে দেখা গিয়েছিল তিনি এক চোখে ব্যান্ডেজ করে রয়েছেন। বোঝাই যাচ্ছিল, খুব একটা সুস্থ নেই তিনি। তবে এত কিছু পরেও শুধু বন্ধুত্বের টানে মনোজ কুমারের বাড়ি গেলেন ধর্মেন্দ্র।
আরও পড়ুন: ‘সুশা💯ন্তের মৃত্যুতে রাতারাতি ওরা…’ ৫ বছর আগের স্মৃতি হাতড়ে কী বললেন রিয়াღর বন্ধু?
আরও পড়ুন: একটি বা দুটি নয়, করিনার টানা ১০টি সিনেমা☂ হয়েছিল ফ্লপ, এক🔜 নজরে দেখুন তালিকা
শ্রীরাম রাঘবন পরিচালিত ‘ইক্কিস’ ছবিতে অভিন𝓰য় করতে দেখা যাবে ধর্মেন্দ্রকে। এই সিনেমায় অভিনয় করবেন অমিতাভ বচ্চনের নাতনি অগস্ত্য নন্দা।