AFG vs ENG, Champions Trophy 2025: অ্যান্ডারসনকে টপকে ইংল্যান্ডের দ্রুততম ৫০ উইকেটের মালিক এখন জোফ্রা, হল আরও নজির
Updated: 26 Feb 2025, 04:44 PM ISTJofra Archer Creates History: জোফ্রা আফগানিস্তানের বিরুদ্ধে ৮.৫ ওভারের মধ্যে প্রথম ৩ উইকেট তুলে নেন। রহমানউল্লাহ গুরবাজ (৬), সিদ্দিকুল্লাহ অটল (৪) এবং রহমত শাহকে (৪) ফেরান আর্চার। দলের ৩৭ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বসে আফগানরা।
পরবর্তী ফটো গ্যালারি