আইপিএল নিলামে বিস্তর দাম পেলে ক্রিকেটারদের উপর প্রত্যাশার চাপ থাকে বিপুল। প্রত্যাশা মতো পারফর্ম্যান্স উপহার না দিতে পারলে সমর্থকদের হꦐতাশ হওয়াই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের ক্ষোভের বহিঃপ্রকাশ সেক্ষেত্রে নিতান্ত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়াতে পারে। তবে লাইভ শোয়ে কোনও সঞ্চালক বিশেষ কোনও ক্রিকেটারের খারাপ পারফর্ম্যান্সে হতাশ হয়ে স্টুডিওয় ভাঙচুর চালাচ্ছেন, এমন ছবি সচরাচর দেখা যায় না। এবার তেমনই বিরল ছবি দেখা গেল ভারতে।
দলের খারাপ পারফর্ম্যান্সে বিরক্ত হয়ে পাকিস্তানের মানুষজনের টিভি ভাঙার ছবি প্রায়শই দেখা যায়। তব🌺ে SportsTak-এর সঞ্চালক লাইভ অনুষ্ঠানে এমন কাণ্ড ঘটিয়ে বসবেন, সেটা অনুমান করা সম্ভব ছিল না প্যানেলে উপস্থিত বাকিদের পক্ষেও।
ঋষভ পন্তকে এবছর আইপিএল নিলাম থেকে ২৭ কোটি টাকার রেকর্ড মূল্যে দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে এত ট♎াকা দাম ওঠেনি আর কোনও ক্রিকেটারের। তবে আইপিএল ২০২৫-এ পন্তের শুরুটা🍨 নিতান্ত হতাশাজনক হয়।
বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পন্ত ৬ বল খেলেও খাতা খুলতে পারেননি। শূন্য রানে আউট হওয়া ছাড়াও মোহিত শর্মার স্টাম্প-আউট মিস করে পন্তই লখনউয়ের হারের কারণ হয়ে দাঁড়ান। এবার হায়দরা🥀বাদে সানরাইজার্সের বিরুদ্ধে ব্যাট হাতে পরিচিত মেজাজে ধরা দিতে ব্যর্থ হন ঋষভ। মিচেল মার্শ, নিকোলাস পুরানরা যখন ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালান, উপ্পলে ঋষভ ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ১৫ রান করে আউট হন।
অর্থাৎ আইপিএল ২০২৫-এর প্রথম ২ ম্যাচে ঋষভ পন্ত ২১টি বল খেলে মাত্র ১৫ রান সংগ্রহ করে ২ বার আউট হন। তিনি কোনও চার মারতে পারেননি। ছক্কা হাঁকান মোটে ১টি। লখনউ প্রচুর টাকা খরচ করে ঋষভকে ক্যাপ্টেন বানিয়েছে।𒉰 ২৭ কোটির প্লেয়ারের এমন হতাশাজনক পারফর্ম্যান্সে বিরক্ত দেখায় স্পোর্টস তকের সঞ্চালককে।
লাইভ অনুষ্ঠানের মাঝে তিনি বলেন যে, ‘দেখুন আইপিএল চলছে। ওর (পন্তের) কাছে সু💎যোগ রয়েছে। বলছিলাম না, ওর খেলা এখন সবাই বুঝে গিয়েছে। ওর উপর আপনি ভরসা করতেই পারবেন না। কীসের ক্যাপ্টেন? আমাদের দরকার নেই এমন ক্যাপ্টেন।’