আইপিএল ২০২৫এর আগে আনক্যাপড প্লেয়ার রুল ফিরিয়ে আনা হয়েছিল। অনেকেই দাবি করেছিলেন আসলে এই নিয়ম নাকি ফেরানো♚ হয়েছে স্রেফ মহেন্দ্র সিং ধোনির জন্যই। সিএসকের সিইও কাশী বিশ্বনাথন অবশ্য জানিয়ে দিয়েছিলেন ধোনির আইপিএল খেলার সঙ্গে আনক্যাপড প্লেয়ার রুল ফেরার কোনও সম্ভাবনাই নেই।
আনক্যাপড প্লেয়ার হিসেবে খেলছেন ধোনি
২০২৫ আইপিএলে মহেন্দ্র সিং ধোনি খেলবেন কিনা, সেটা ছিল বড় প্রশ্ন। যদিও আইপিএলের নিলামের আগের দিনই জানতে পারা যায় এমএসডি খেলবেন। চার কোটি টাকায় তাঁকে আইপিএলে খেলানোর জন্য দলে রিটেন করে সিএসকে ফ্র্যাঞ্চাইজি। মাহিভক্তরা যেন স্বস্তি পান, আরও একবছর তꦦাঁদের ক্রিকেটারকে দেখবেন বলে।
এই আবহেই রবিবার চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস। সেই ম্যাচ শেষ ওভারে গিয়ে রুতুরাজ গায়কোয়াড়ের দল জিতে নেয়। সেখানেই ইয়োলো আর্মির হয়ে খেলতে নেমেছিলেন ধোনি। ম্যাচের একদꦇম শেষদিকে যখন মাহি খেলবেন বলে ব্যাটিং ক๊রতে আসেন, তখন তিনি প্রথমে দুটি ডট বল খেলেন।
রাচিন রবীন্দ্র ম্যাচ ফিনিশ করেন
২০তম ওভারে রাচিন রবীন্দ্র ব্যাটিং করছিলেন সিএসকের হয়ে। তখনও চেন্নাইয়ের ম্যাচ জিততে দরকার ছিল চার রান। মিচেল স্যান্টনার বল করতে আসতেই প্রথম বলেই মিডউইকেটে ওপর দিয়ে ছয় মেরে ম্যাচ জিতিয়ে দেন রাচিন রবীন্দ্র। তিনি অপরাজিত থাক🎃েন ৪৫ বলে ৫৪ রান করে। আর ধোনি অপরাজিত থাকলেও তিনি রানের খাতা খুলতে পারেননি।
রবি শাস্ত্রীর ভাইরাল ভিডিয়ো
মহেন্দ্র সিং ধোনিকে ম্যাচের শেষে রাচিনের সঙ্গেই কয়েক মূহূর্ত কথা বলতে দেখা যায়। আর তা দেখেই ধারাভাষ্যকার হিসেবে এই ম্যাচের দায়িত্বে থাকা রবি শাস্ত্রীকে বলতে শোনা যায়, ‘দেখে মনে হচ্ছে ধোনি হয়ত রাচিনকে বলছেন, তোমার একটা সিঙ্গল নেওয়া উচিল ছিল এখানে ’। কারণ রাচিন সিঙ্গল নিয়ে ধোনিকে স্ট্রাইক দিলে রবি শাস্ত্রীও নিজের চেনা গলায় বলতে পারতেনꦰ, মাহি ফিনিশেশ অফ ইন স্টাইল, যেই সুযোগ হাতছাড়া হয় তাঁর। চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচ আগামী শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।