মিচেল মার্শ, নিকোলাস পুরানদের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে দিল্ল𒀰ি ক্যাপিটালসের বিরুদ্ধে শুরুটা দুর্দান্ত করেছিল লখনউ সুপার জায়ান্ট। কেন ২১ কোটি টাকায় ক্যারিবিয়ান তারকাকে রিটেন করেছিল উত্তরপ্রদেশের ফ্র্যাঞ্চাইজি, সেটা দিল্লির বিরুদ্ধে আইপিএল ২০২৫ প্রথম ম্যাচেই বুঝি♛য়ে দিলেন বাঁহাতি এই ক্যারিবিয়ান ব্যাটার।
মিচেল মার্শ শুরুটা করেছিলেন দুরন্ত ব্যাটিং দিয়ে।🦹 আইদেন মার্করাম ১৩ বলে ১৫ রানে আউট হয়ে গেলেও ৩৬ বলে ৭২ রানের ঝকঝকে ইনিংস খেলেন মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার চোট কাটিয়ে ফিরলেও দেখে মনেই হল না, তাঁཧর কোনও চোট ছিল। নিজের ঝকঝকে ইনিংসে মারলেন ৬টি চার এবং ৬টা বাউন্ডারি।
স্টার্কের বলে লং অফের হাতে ক্যাচ তুলে মার্করাম আউট হওয়ার পরই মাঠে নামেন নিকোলাস পুরান। এরপর ক্যারিবিয়ান তারকা এমন মারা শুরু করেন, যে দিল্লির বোলাররা কার্যত বুঝে উঠতে পারছিলেন না মার্করামকে আউট করে তাঁরা ঠিক করলেন না ভুল করলেন। ২৪ বলেই নিজের💯 অর্ধশতরান পূরণ করেন এই তারকা ব্যাটার।
Indian Cricket- দলীপ ট্রফিতে ফিরছে পুরনো ফরম্যাট! ৪ দল নয়, এবছর খেলবে ৬ দলই! আসর ব🧔সছে বেঙ্গালুরু🍸তে
ট্রিস্টান স্টাবস ১৪তম ওভার বোলিং করতে এলে পুরান পরপর চারটি ছয় মারেন। এর মধ্যে তৃতীয় বলে ছয় মারার সಌঙ্গে সঙ্গেই নিজের হাফসেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। শেষ বলেও চার মারেন তিনি। তবে ম𝓀ার্শের আউটের পর পন্ত সেভাবে নজর কাড়তে পারেন না, কুলদীপ যাদবের বলে ০ রানে সাজঘরে ফেরেন তিনি। এরপর স্টার্ক এসে ১৫তম ওভারের পঞ্চম বলে আউট করেন পুরানকে, ক্লিন বোল্ড করেন অজি পেসার।৭টি ছয়, ছয়টি চার মেরে ৩০ বলে ৭৫ রান করে আউট হন পুরান। আইপিএলে মাত্র চার বলেই এখনও পর্যন্ত ২বার পুরানকে আউট করলেন স্টার্ক।
এরপরই পুরো চাপে পড়ে যায় এলএসজি। কারণ বিশাখাপত্তনমের মাঠ খুব বড় নয়, আর এলএসজির বোলিং লাইন আপও♛ তেমন শক্তিশালী নয়। আর ব্যাটাররাও পুরান যেখানে দলকে ছেড়ে যান, সেখান থেকে ধরতে পারেননি। আয়ুষ বাদোনিকে ৪ রানের মাথায় আউট করেন কুলদীপ যাদব। সেই ওভারেই রানআউট হয়ে যান শার্দুল ঠাকুর। ৪ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ।
১৯তম ওভারে এসে দুই উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। প্রথম দুটি বলে সিঙ্গল হওয়ার পর তৃতীয় বলে স্কোয়ার 🔥লেগের দিকে স্টার্ককে চার মারেন শাহবাজ আহমেদ। পরের বলেই বাউন্সারে তাঁকে আউট করেন স্টার্ক। এরপর রবি বিষ্ণৌকে তিনি ইয়র্কারে বোল্ড করেন। ৪ ওভারে ৪২ রান দিয়ে তিন উইকেট নেন স্টার্ক। শেষ ওভারটি করেন মোহিত শর্মা। প্রথম চারটি বল ভালো করলেও শেষ দুই বলেই ডেভিড মিলার মিড উইকেটে বড় ছয় মেরে লখনউ সুপার জায়ান্টের স্কোর পৌঁছে দেন ৮ উইকেটে ২০৯ রানে। মিলার করেন ১৯ বলে ২৭ রান।