﷽ ইডেনের কিউরেটর সুজন মুখোপাধ্যায়কে তুলোধোনা করলেন ধারাভাষ্যকার সাইমন ডুল। বেশ কড়া ভাষায় নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা বললেন যে ইডেনে ম্যাচ খেলার জন্য কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তো টাকা দিচ্ছে। তারপরও হোম গ্রাউন্ডেই যদি নাইট ব্রিগেডকে ‘হোম অ্যাডভান্টেজ’ দিতে অস্বীকার করেন কিউরেটর এবং নিজের ইচ্ছামতো পিচ তৈরি করেন, তাহলে কেকেআরের অন্যত্র সরে যাওয়া উচিত। সেইসঙ্গে তাঁর বানানো পিচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) স্পিনাররা উইকেট পেয়েছেন বলে যে দাবি করেন ইডেনের কিউরেটর, তা নিয়ে রীতিমতো কড়া ভাষায় ক্রিকবাজের অনুষ্ঠানে ডুল বলেন, ‘ম্যাচ নিয়ে মতামত দেওয়া ওঁনার (পিচ কিউরেটর) কাজ নয়। ওই কাজের জন্য তাঁকে তো টাকা দেওয়া হয় না।’
♉ আর তিনি সেই কথা বলেছেন ইডেনের পিচ নিয়ে কেকেআরের অধিনায়ক অজিঙ্কা রাহানের মন্তব্যের পরে। গত ২২ মার্চ ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) বিরুদ্ধে ম্যাচের পরে সাংবাদিক বৈঠকে নাইট অধিনায়ক বলেন, ‘আমরা (ঘরের মাঠে) এমন পিচ চাই, যা কিছুটা স্পিনারদের কিছুটা সহায়তা করবে। তবে হ্যাঁ, গত দেড়দিন ধরে পিচ ঢাকা ছিল। আমাদের স্পিনাররা যে কোনও ধরনের উইকেটে বল করতে পারে। আমি নিশ্চিত যে ওরাও অত্যন্ত আত্মবিশ্বাসী।’
আরসিবি তো পেরেছে, কটাক্ষ করেনি ইডেনের কিউরেটর
ℱরাহানের সেই মন্তব্যের পালটা দেন ইডেনের কিউরেটর। তিনি দাবি করেন, আইপিএলের যা নিয়ম আছে, তাতে পিচ নিয়ে কথা বলার অধিকার নেই কোনও ফ্র্যাঞ্চাইজির। যখন থেকে তিনি ইডেনের কিউরেটর হিসেবে কাজ শুরু করেছেন, তখন থেকেই এরকম পিচ বানিয়ে আসছেন। আগেও কোনও পরিবর্তন করেননি। ভবিষ্যতেও করবেন না বলে স্পষ্টভাবে জানিয়ে দেন ইডেনের কিউরেটর।
♉ সেইসঙ্গে নিজের বানানো পিচের স্বপক্ষে যুক্তি দিয়ে ইডেনের কিউরেটর দাবি করেন, কেকেআর স্পিনাররা উইকেট পাননি। কিন্তু আরসিবির স্পিনাররা তো চার উইকেট পেয়েছেন। তিনটি উইকেট নেন ক্রুণাল পান্ডিয়া। বল ঘুরিয়ে আন্দ্রে রাসেলকে বোল্ড করে দেন সুয়াশ শর্মা।
'আমি KKR শিবিরে থাকলে চূড়ান্ত অখুশি হতাম'
ওতাঁর সেই মন্তব্য নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। যা নিয়ে বুধবাার কেকেআরের ম্যাচের পরে আলোচনা করেন হর্ষ ভোগলে এবং ডুল। ক্রিকবাজের অনুষ্ঠানে ভোগলে বলেন, ‘কেকেআর কিউরেটর (ইডেনের কিউরেটর) যেটা বলেছেন, সেটা দেখলাম। আমি যদি কেকেআর শিবিরে থাকতাম, তাহলে ওঁনার কথায় চূড়ান্ত অখুশি হতাম। কারণ আমি এমন পিচ চাইছি না, যেখানে ১২০ রান উঠবে।’
আরও পড়ুন: 🍌IPL 2025 Points Table: RR-কে হারিয়ে ছয়ে লাফ মারল KKR, লাস্টবয় এখন রাজস্থান, শীর্ষে রয়েছে কোন দল?
ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚ সেইসঙ্গে চেন্নাই সুপার কিংসের ঘরের মাঠ চিপকের পিচের উদাহরণ দিয়ে জনপ্রিয় ধারাভাষ্যকার বলেন, ‘আমি শুধু বলছি যে আমায় এমন পিচ দিন, যেখানে আমার বোলাররা ম্যাচটা জেতাতে পারবে। আইপিএলের মতো টুর্নামেন্টে হোম অ্যাডভ্যান্টেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাতে টুর্নামেন্ট জমে উঠবে। সেক্ষেত্রে অ্যাওয়ে ম্যাচ জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠে।’