চ্যাম্পিয়ন্স ট্রফির পরেই আন্তর্জাতিক ক্রিকেটের আঙিনা থেকে স্পটলাইট ঘুরতে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মহোৎসব আইপিএলের দিকে। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসন্নপ্রা🧸য়, যখন শুরু হয়ে যাবে ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই।
আগামী ২২ মার্চ শুরু হচ্ছে আইপিএল ২০২৫। প্রথম ম্যাচেই মাঠে নামছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাই🦩ট রাইডার্স। টুর্নামেন্টের দ্বিতীয় দিনেই দেখা যাবে ২টি ম্যাচ। দ্বিতীয় দিনে টুর্নাম🌄েন্টের ইতিহাসের দুই সফলতম দল চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লড়াইয়ের সাক্ষী থাকবে ক্রিকেট বিশ্ব।
আইপিএলের প্রথম সপ্তাহে ২টি ম্যাচ খেলবে কলকাতা নাইট রাইডার্স। একটি হোম ম্যাচ ও একটি অ্যাওয়ে ম্যাচে মাঠে নামবে কেকেআর। ঘরের মাঠে আরসিবির বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচ ছাড়াও প্রথম সপ্তাহেই রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ꦑঅ্যাওয়ে ম্যাচ রয়েছে নাইট রাইডার্সের। যদিও সেই ম্যাচটি জয়পুরে খেলা হবে না। বরং ম্যাচ অনুষ্ঠিত হবে গুয়াহাটির বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে। কেননা রাজস্থান এবছর তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে ব্যবহার করছে গুয়াহাটির এই স্টেডিয়ামকে।
প্রথম সপ্তাহে চেন্নাই সুপার কিংসেরও ২টি ম্যাচ রয়েছে এবং দু'টি ম্যাচই হাই-ভোল্টেজ। মুম্বই ইন্ডিয়ান্স ছাড়াও চেন্নাই প্রথম সপ্তাহে মাঠে ♒নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে। আপাতত ২২ থেকে ২৮ মার্চ পর্যন্ত আইপিএল ২০২৫-এর প্রথম ৭ দিনের ক্রীড়াসূচিতে চোখ রাখা যাক।
আইপিএল ২০২৫-এর প্রথম ৭ দিনের ক্রীড়াসূচি
২২ মার্চ- কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ﷺ(ইডেন🃏 গার্ডেন্স, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৩ মার্চ- সানরাইজার্স হায়দরাবাদ বꦰনাম রাজ𓆉স্থান রয়্যালস (রজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, দুপুর ৩টে ৩০ মিনিট)।
২৩ মার্চ- চেন্নাই সুপার কিংস ব༒নাম মুম্বই ইন্ডিয়ান্স (এমএ চিদম্বরম স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৪ মার্🐬চ- দিল্লি ক্যাপিট𒊎ালস বনাম লখনউ সুপার জায়ান্টস (রাজশেখর রেড্ডি স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৫ মার্চ- 🌠গুজরাট টাইটানস বনাম পঞ্জাব কিংস (নরেন্দ্র মোদী স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৬ মার্চ- রাজস্থান রয়্যালস বনাম কলকাতা ꧑নাইট রাই𒆙ডার্স (বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)।
২৭ মার্চ- সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ ♚সুপার জায়ান্টস, (রজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, দুপুর♛ ৩টে ৩০ মিনিট)।
২৮ মার্𒅌চ- চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, (এমএ চিদম্বরম স্টেডিয়াম, সন্ধ্যা ৭টা ৩০ মিনিট)𝓀।