সারেগামাপা শেষ হতেই শুরু হয়ে গিয়েছে ড্যান্স বাংলা ড্যান্স। বর্তমানে এই রিয়েলিটি শোয়ের অডিশন চলছে। সেখানে এদিন আসেন কলকাতা পুলিশের এক লেডি কনস্টেবল। তিনি তাঁর নাচের জাদুতে রীতিম🐭ত ঝড় তোলেন। কিন্তু একই সঙ্গে পড়তে হয় শুভশ্রীর প্রশ্নের মুখে।
আরও পড়ুন: এসেই পরিণীতাকে কাঁটায় কাঁটায় টক্কর পরশুরামের!🐬 চমক দিল রাঙামতীও, বেঙ্গল টপার কার দখলে?
কী ঘটেছে ড্যান্স বাংলা ড্যান্সে?
এদিন দেখা যায় সায়ন্তী নামক একজন তাঁর না꧑চের ছন্দে মাতিয়ে তোলেন মঞ্চ। এমনকি তিনি মহাগুরু মিঠুন চক্রবর্তীর থেকে পান লাল গোলাপ। তিনি সায়ন্তীর নাচে মুগ্ধ হয়ে বলেন, 'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত' ডায়লগ। এরপরই যখন শুভশ্রী সায়ন্তীকে জিজ্ঞেস করেন যে তিনি কী করেন? পড়াশোনা শেষ হয়ে গিয়েছে কিনা তখন এই প্রতিযোগী জবাবে বলেন, 'আমি লেডি কনস্টেবল, হেয়ার স্ট্রিট থানায় পোস্টেড। কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টে আছি।'
সেটা শুনেই শুভশ্রী তাঁকে বলেন, 'যদি নির্বাচিত হও তাহলে তোম🤪ার পুলিশের চাকরির কী হবে?' জবাবে সায়ন্তী ফের বলেন, 'আমি এটা বলে রাখতে চাই আমার ডিপার্টমেন্ট, কলকাতা পুলিশ সহ আমি যে থানায় রয়েছি আমার অ্যাডিশনাল ওসি ম্যাডাম, ওসি ম্যাডাম, এবং বাকি সমস্ত অফিসার্সরা প্রত্যেকে ভীষণ ভীষণ সপোর্টিভ এসব কালচারাল বিষয়ে।' তিনি এদিন আরও জানান, 'যেহেতু আমরা ফোর্সের ডিউটি করি সেহেতু এটা একটা প্রটোকলের মধ্যে পড়ে, আপনারা সবাই জানেন দুর্গাপুজোয় প্রত্যেকে আনন্দ করে আমরা রাস্তায় দাঁড়িয়ে থাকি। আমরা নয়, গোটা পুলিশ ফোর্স, আর্ম ফোর্স সবাই। আমার গত বছরের পুজোর ছুটি জমিয়ে রাখা ছিল, আমরা পরবর্তীতে একটু ছুটি পাই সেটা নিয়ে এখানে আসা হয়েছে। ডিপার্টমেন্টের অনুমতি নিয়েই এসেছি।' তাঁর কথায় মুগ্ধ হয়ে প্রশংসা করে ওঠেন অভিনেত্রী।
কেবল লেডি কনস্টেবল নয়, ড্যান্স বাংলা ড্যান্সের মঞ্চে এবার এসেছে এক গুরু শিষ্য জুটিও। শিলিগুড়ি থেকে অংশ নিয়েছেন শ্রেয়া এবং সুজাতা। তাঁদের নাচ দেখে মুগ্ধ হয়ে উঠে দাঁড়িয়ে ♒পড়েন মহাগুরু মিঠুন চক্রবর্তী। দেন গ্র্যান্ড স্যালুট।
ড্যান্স বাংলা ড্যান্স প্রসঙ্গে
এবারের ড্যান্স বাংলা ড্যান্স রিয়েলিটি শোতে বিচারক হিসেবে আছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়﷽, কৌশানি মুখোপাধ্যায়, যিশু সেনগুপ্ত এবং অঙ্কুশ হাজরা। এছাড়া মহাগুরু হিসেবে মিঠুন চক্রবর্তী তো আছেনই। এই রিয়েলিটি শো জি বাংলার পর্দায় প্রতি শনি এবং রবিবার রাত সাড়ে নয়টা থেকে দেখা যায়।