প্রকাশ্যে এল এই সপ্তাহের টিআরপি তালিকা। আর সেখানে রীতিমত চমক দেখাল স্টার জলসার নতুন ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক। একই সঙ্গে অবাক করল রাঙামতী ত🦩ীরন্দাজও। টিআরপি লিস্টে এই সপ্তাহে কী কী বদল এল?
কী ঘটেছে?
এই সপ্তাহেও প✤্রথম স্থান ধরে রেখেছে পরিণীতা। উদয়ের সিরিয়ালই এই সপ্তাহের বেঙ্গল টপার। কিন্তু চমক হল, সদ্য শুরু হওয়া ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক কিন্তু এই ধারাবাহিকের ঘাড়ে রীতিমত নিঃশ্বাস ফেলছে। পরিণীতা চলতি সপ্তাহে গত সপ্তাহের তুলনায় বেশ অনেকটাই কম নম্বর পেয়েছে, সংগ্রহে মাত্র ৬.৮ রেটিং। অন্যদিকে মাত্র ০.৪ রেটিংয়ের ফারাকে রয়েছে পরশুরাম। তৃণা-ইন্দ্রজিতের সি🐟রিয়াল পেয়েছে ৬.৪ রেটিং। ফলে এই স্লট নিয়ে যে জোর টক্কর দেখা যাবে সেটা স্পষ্ট ।
অন্যদিকে দ্বিতীয় স্থানে আছে রাঙামতী তীরন্দাজ। স্টার জলসার এই মেগা এই সপ্তাহে রীতিমত সবাইকে চমকে দিয়✤ে চার থেকে দুই নম্বরে উঠে এসেছে। অন্যদিকে তৃতীয় নম্বরে রয়েছে জগদ্ধাত্রী। রাঙামতী তীরন্দাজ ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৬.৭ এবং জগদ্ধাত্রী পেয়েছে ৬.৬ নম্বর।
এই বিষয়ে জানিয়ে রাখা ভ🌟ালো চলতি সপ্তাহে চার নম্বর পরশুরামের🗹 সঙ্গে রয়েছে স্টার জলসার আরেক হিট মেগা কথা। সেও ৬.৪ নম্বর পেয়েছে।
এক ঝলকে দেখুন কোন ধারাবাহিক কত পেল?
প্রথম: পরিণীতা ( ৬.৮ )
দ্বিতীয়: রাঙামতী তীরন্দাজ ( ৬.৭ )
তৃতীয়: জগদ্ধাত্রী ( ৬.৬ )
চতুর্থ: পরশুরাম আজকের নায়ক / কথা ( ৬.৪ )
পঞ্চম: গীতা এলএলবি ( ৬.১ )
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, চিরদিনই তুমি যে আমার ধারা🐽বাহিকটি সদ্যই শুরু হয়েছে সেই ধারাবাহিকও ভালোই ফল করেছে টিআরপিতে। দিতিপ্রিয়া রায়, জিতু কমল অভিনীত ধারাবাহিকটি পেয়েছে ৫.৯ নম্বর। এছাড়া তুই যে আমার হিরো এবং তেঁতুলপাতা ধারাবাহিক দুটোও ট্রেন্ডিংয়ে আছে। তাদের প্রাপ্ত নম্বর যথাক্রমে ৩.৯ এবং ৩.৭।