♏ IPL 2025-এর প্রথম ম্যাচে RCB-র বিরুদ্ধে হারের পর, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের সামনে রাজস্থান রয়্যালস। বুধবারের আইপিএল ম্যাচে দ্রুত ঘুরে দাঁড়ানোর চেষ্টা করবে বেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংরা। তবে এই লড়াইয়ে নামার আগে নাইট তারকাদের ভোকাল টনিক দিলেন প্রতিপক্ষ দলের কোচ। হ্যা, অবাক করার মতো ঘটনা মনে হলেও এটাই সত্যি। আসলে প্রতিপক্ষ দলের কোচ তো রাহুল দ্রাবিড়। তিনি কখনই নিজেকে আটকে রাখেন না। যখনই নতুন প্রজন্ম তাঁর কাছে পরামর্শ চাইতে আসে তখন দল না দেখেই তিনি নিজের পরামর্শ দিয়ে থাকেন। তেমনই ছবি দেখা গেল মঙ্গলবারের নাইট অনুশীলনে।
🅘 পায়ে চোট, সেই কারণে হাঁটতে পারছেন না। তাতে কি, এমন অবস্থাতেও রাজস্থান রয়্যালস দলের সঙ্গে রয়েছেন রাহুল দ্রাবিড়। এই অবস্থায় রাজস্থানের কোচকে নাইট শিবিরে দেখা গেল। তিনি বেঙ্কটেশ আইয়ার ও রিঙ্কু সিংদের সঙ্গে সময় কাটালেন রাজস্থান রয়্যালসের কোচ রাহুল দ্রাবিড়। এই ছবি নিজেদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছে কলকাতা নাইট শিবির। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়।
🔯 নাইট রাইডার্স টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে সাত উইকেটে হেরেছিল, অন্যদিকে রয়্যালস সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪৪ রানের পরাজয় বরণ করেছিল। এই ম্য়াচে দুই দলই জয়ের খোঁজে নামবে।
আরও পড়ুন … ༒IPL 2025: পন্ত তো ধোনিকে কপি করতে চেয়েছিলেন! LSG-র হারের কারণ ব্যাখ্যা করলেন অম্বাতি রায়ডু
🔥 উভয় দলের পরাজয়ের পিছনে একটি সাধারণ সমস্যা ছিল: তাদের সাধারণত শক্তিশালী ব্যাটিং ও বোলিং ইউনিট প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে ব্যর্থ হয়েছিল। যদিও হায়দরাবাদের কঠিন কন্ডিশনের অজুহাত দেখিয়ে রাজস্থান তাদের বোলিং ব্যর্থতা ব্যাখ্যা করতে পারে, কেকেআরের জন্য তেমন কোনও অজুহাত নেই।
🦄 সুনীল নারিন ছাড়া কেকেআরের কোনও বোলারই আগ্রাসী আরসিবি ব্যাটারদের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বিশেষ করে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্ম নিয়ে দুশ্চিন্তা রয়েছে, যিনি ইডেন গার্ডেন্সের টার্নিং উইকেটেও ফিল সল্ট ও বিরাট কোহলির মারমুখী ব্যাটিংয়ের শিকার হয়েছিলেন।
🧸 গুয়াহাটির পিচ কিছুটা বোলারদের সহায়তা করতে পারে বলে কেকেআর শিবির আশা করছে, যেখানে বরুণ চক্রবর্তী তার ছন্দ ফিরে পেতে চাইবেন। এছাড়া, পিঠের চোট থেকে সেরে ওঠা এনরিখ নরকিয়ার ফিটনেস পর্যবেক্ষণ করা হবে। ফিজিওরা অনুমতি দিলে, তিনি সম্ভবত স্পেনসার জনসনের পরিবর্তে দলে ফিরতে পারেন।
আরও পড়ুন … ✤India vs Bangladesh: সুনীলের বিশাল মিস! বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গোলশূন্য ড্র
👍 কেকেআরের ব্যাটিং ইউনিটও হতাশাজনক পারফরম্যান্স দেখিয়েছে। অধিনায়ক অজিঙ্কা রাহানে ও সুনীল নারিনের ভালো শুরুর পরও মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হয়েছিলেন। বিশেষ করে বেঙ্কটেশ আইয়ার ও আন্দ্রে রাসেলের অপরিকল্পিত শট দলকে বিপাকে ফেলেছিল। কেকেআর চাইবে, তারা আরও ভালো ম্যাচ সচেতনতা প্রদর্শন করুক।
✤ এছাড়া, রিঙ্কু সিংয়ের কাছ থেকে পাওয়ার হিটিং ফিরে আসার প্রত্যাশা থাকবে কেকেআরের, যা দলের স্কোর বড় করতে সহায়ক করতে পারে। তার সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, যেখানে তার শেষ কয়েকটি ইনিংসে রান এসেছে ১১, ৯, ৮, ৩০, ৯ ও ১২।
🌠 কেকেআর আশা করবে, রাজস্থানের বোলাররা আবারও ছন্দ খুঁজে পেতে ব্যর্থ হয়। সানরাইজার্সের বিরুদ্ধে যেভাবে জোফ্রা আর্চার, ফজলহক ফারুকি ও মহিশা থিকশানার বোলিং করেছিলেন, এদিনও যেন তারা সেভাবে বল করেন। গুয়াহাটি ম্যাচটি তাদের জন্য ঘুরে দাঁড়ানোর সুযোগ হতে পারে। রাজস্থানের অস্থায়ী অধিনায়ক রিয়ান পরাগ, যিনি আগের ম্যাচে মাঠে কিছুটা অনিশ্চিত মনে হয়েছিলেন, কেকেআরের বিরুদ্ধে আরও ধারালো ও সঠিক নেতৃত্ব দিতে চাইবেন, কারণ রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে দলটি তাদের ফর্ম ফিরে পাওয়ার চেষ্টা করবে।