পঞ্জাব কিংসের দুর্দান্ত জয়, লখনউ সুপার জায়ান্টসকে ৮ উইকেটে হারাল শ্রেয়স আইয়ারের দল। এই জয়ের ফলে পাঁচ নম্ব✃র থেকে একেবারে দুইয়ে উঠে এল পঞ্জাব কিংস। এদিকে পঞ্জাবর জয়ের ফলে ছয় থেকে পাঁচে উঠে গেল হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স। এ দিনের ম্যাচে হারের ফলে তিন থেকে ছয় নম্বরে নেমে গেল পন্তের লখনউ। তবে এখানেই থেমে নেই। পঞ্জাব কিংস জেতায় দিল্লি ক্যাপিটালসও নিজের জায়গা হারিয়েছে। শ্রেয়সরা জেতায় অক্ষর প্যাটেলরাও একধাপ পিছি▨য়ে গিয়ে দুই থেকে তিনে নেমে গিয়েছে।
আইপিএল ২০২৫ পয়েন্ট টেবিল
১) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্🍰গালুরু- ২ ম্যাচে ২টি জয়, একটিও হারেনি, সংগ্রꦗহে রয়েছে ৪ পয়েন্ট, নেট রানরেট +২.২৬৬
২) পঞ্জাব কিংস- ২ ম্যജাচে ২টি জয়, একটিও হারেনি, তাদের সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট, নেট 💫রানরেট +১.৪৮৫
৩) দিল্লি ক্যাপিটালস- ২ ম💟্যাচে ২টি জয়, একটিও🤪 হারেনি, সংগ্রহে রয়েছে ৪ পয়েন্ট, নেট রানরেট +১.৩২০
৪) গুজরাট টাইটান্স- ২ ম্যাচে ১ট☂ি জয়, একটি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট +০.৬২৫
৫) মুম্বই ইন্ডিয়ান্⛎স- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট +০.৩০৯
৬) লখনউ সুপার জায়ান্টস- ৩ ম্যাচে ১টি জয়, দুটি হ♛ার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নে🦩ট রানরেট -০.১৫০
ꦿ৭) চেন্নাই সুপার কিংস- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্রহে রয়ে🍨ছে ২ পয়েন্ট, নেট রানরেট -০.৭৭১
৮) সানরাইজার্স হায়দরাবাদ- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্র🅰হে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট-০.৮৭১
৯) রাজস🍸্থান রয়্যালস-🐓 ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট -১.১১২
𝔍 ১০) কলকাতা নাꦕইট রাইডার্স- ৩ ম্যাচে ১টি জয়, ২টি হার, সংগ্রহে রয়েছে ২ পয়েন্ট, নেট রানরেট -১.৪২৮
দ্বিতীয় ম্যাচে পঞ্জাব কিংসের দ্বিতীয় জয়
মঙ্গলবার (১লা এপ্রিল) পঞ্জাব কিংস (PBKS) এবারের আইপিএল-এ নিজেদের দ্বিতীয় জয় নিশ্চিত করেছে। লখনউ সুপার জায়ান্ট🃏সকে (LSG) ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে আইপিএল ২০২৫-এ তাদের দ্বিতীয় জয় নিশ্চিত করল শ্রেয়স আইয়ারের দল। ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লখনউয়ের একানা স্টেডিয়ামে ১৭তম ওভারেই জয় তুলে নেয় পঞ্জাব।
আরও পড়ুন … ভিডিয়ো: এটাই কি IPL 2025-এর সেরা ক্য🧔াচ! বিষ্ণোই-বাদোনির জুটিত♋ে আউট প্রভসিমরন
খেলার সংক্ষিপ্ত চিত্র
লখনউ সুপার জায়ান্টস (LSG) বনাম পঞ্জাব কিংস (PBKS) ম্যাচে রিকি পন্টিংয়ের ছেলেরা শুরুটা ভালো হয়নি। প্রিয়াংশ আর্য 💫মাত্র ৮ রান করে তৃতীয় ওভারে আউট হন। তবে এরপর প্রভসিমরন সিং হাল ধরেন এবং বিস্ফোরক হাফ-সেঞ্চু🐻রি করেন, যা PBKS-কে ম্যাচের নিয়ন্ত্রণে এনে দেয়।
আরও পড়ুন … IPL 2025: ‘স্টুপিড, স্টুপিড, স্টুপিড’ লাই꧙🌳ভ শো-তে ঋষভ পন্তকে খোঁচা দিলেন সুনীল গাভাসকর
প্রভসিমরনের অর্ধশতরান-
প্রভসিমরন মাত্র ২৩ বলে ফিফটি পূর্ণ করেন এবং অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে ৮৪ রানের জুটি গড়েন। ১১তম ওভারে দিগ্বেশ রাঠি প্রভসিমরনকে আউট করেন, তখন তিনি ৩৪ বলে ৬৯ রান করে ফেলেছিলেন। এরপর শ্রেয়স আইয়ার ও নেহাল ওয়াধেরা ৬৭ রানের অপরাজিত জুটি গড়ে সহজেই পঞ্জাবকে জয়ের🐟 লক্ষ্যে🎐 পৌঁছে দেন। আইয়ার ৫২ রানে অপরাজিত থেকে ছক্কা মেরে ম্যাচ শেষ করেন, অন্যদিকে ওয়াধেরা ৪৩ রানে অপরাজিত থাকেন।
আরও পড়ুন … ভিডিয়ো: কোඣহলির RCB-র ডিনার পার্টিতে CSK ভক্ত! নিজের হোটেলে ধোনি ফ্যানকে দে𒉰খে কী করলেন বিরাট?
LSG-এর ইনিংস
এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে লখনউ সুপার জায়ান্টস ৭ উইকেটে ১৭১ রান করে। প্রথমে ব্যাট করতে নেমে LSG পাওয়ারপ্লেতেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। মিচেল মার্শ, এইডেন মার্করাম ও ঋষভ পন্ত ৫ ওভারের মধ্যেই আউট হয়ে গেলে লখনউ মাত্র ৩৫/৩-এ পৌঁছায়। এরপর নিকোলাস পুরান (৪৪) ও আয়ুষ বাদোনি (৪১) মিলে ৫৪ রানের 🎉জুটি গড়েন। পরে আব্দুল সামাদ ১২ বলে ২৭ রান করে দ্রুত রান তোলেন, ফলে দল ১৭১ রান পর্যন্ত পৌঁছাতে সক্ষম হয় লখনউ। পঞ্জাব কিংসের হয়ে আর্শদীপ সিং ৩টি উইকেট নিয়ে সেরা বোলার হিসেবে আবির্ভূত হন।