শনিবার ইডেন গার্ডেনে মরশুমের প্রথম ম্যাচ খেলতে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। তারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে। কেকেআর গত মরশুমে নিজেদের আধিপত্য ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার সেই দাপটই তারা বজায় রেখে আইপিএল অভিযান শুরু করতে চায়। গত বছর কেকেআর-এর সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন বরুণ চক্রবর্তী। এবারও তিনি ভালো ছন্দে রয়েছেন। সম্প্রতি শেষ হওয়ার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বরুণ। এবার আইপিএলেও বরুণের ঘুর্ণিতে কী কুপোকাত হবে বিপক্ষ☂রা?
আরও পড়ুন: রাম নবমীর 🐓জেরে কলকাতা থেকে সরল KKR vs LSG ম্যাচ, নাইটরা🃏 খেলবে অন্য ভেন্যুতে- রিপোর্ট
আরসিবি নিয়ে কী বললেন বরুণ?
যাইহোক বরুণের লক্ষ্য আপাতཧত আরসিবির বিরুদ্ধে আসন্ন ম্যাচ। বরুণ ব🌌রাবরই বিরাট কোহলিদের বিরুদ্ধে সাফল্য পান। আরসিবির বিরুদ্ধে তাঁর দুর্দান্ত রেকর্ডও রয়েছে। বরুণ এই বিষয়ে জিজ্ঞেস করা হলে, আইপিএলের সম্প্রচারকারী চ্যানেলে তিনি বলেন, ‘বিশেষ কিছু না, শুধু ম্যাচের কন্ডিশনই আমাকে উইকেট নিতে সাহায্য করে থাকে। ওই সব ম্যাচে কন্ডিশন আমাদের জন্য সম্পূর্ণ অনুকূল ছিল, তাই আমি সম্ভাব্য সেরা ফলাফল দিতে পেরেছি।’
আরও পড়ুন: পরিসংখ্যানই কথা𝓀 বলে... টিম ইন্ডিয়া থেকে বাদ পড়💮া নিয়ে রোহিতের মুখের উপর জবাব সিরাজের
নতুন মরশুমের জন্য বরুণের পরিকল্পনা কী?
নতুন মরশুমের জন্য কেকেআর যে দল প্রস্তুতি নিয়েছে, তাতে তিনি আশাবাদীষ তাঁর মতে, ‘টিম ভালো দেখাচ্ছে। আমি মনে করি, সেরা একাদশের কোড ক্র্যাক করা এবং ধারাবাহিক ভাবে পারফর্ꦦম করাটা গুরুত্বপূর্ণ। আমরা যদি প্রথম ৩টি ম্যাচে একটি সেট কোর টিম পেতে সক্ষম হই, তবে আমাদের এই মরশুমে আরও এগিয়ে𝔉 যাওয়ার দুর্দান্ত সম্ভাবনা রয়েছে। মূল বিষয়টি হল ধারাবাহিকতার উপর কাজ করা, যা আয়ত্ত করা সবচেয়ে কঠিন জিনিস এবং আমি এটি অর্জনের জন্য ক্রমাগত কাজ করছি। অবশ্যই, আমি আরও কিছু বল নিয়ে কাজ করছি, যাতে আমি আশা করছি, আগামীতে ভালো ফল দিতে পারব।’
আরও পড়ুন: রিপোর্ট- মহসিনের সর্বনাশে পৌষমাস হল শার্দুলের, যোগ দি🅷লেন LSG-তে, ময়াঙ্কের চোট নিয়েও সংশয়
কেকেআর-আরসিবি ম্যাচে বৃষ্টির ভ্রুকুটি
২০২৫ আইপিএলের উদ্বোধনী ম্যাচ নিয়ে যতই উন্মাদনা থাকুক, আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, শনিবার কেকেআর বনাম আরসিবি ম্যাচে ৮০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যে ৭টা থেকে রাত ৮টা𓆉 পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা মাত্র ১০ শতাংশ🍸। কিন্তু রাত ৮টা থেকে ৯টার মধ্যে সেই সম্ভাবনা বেড়ে হবে ৫০ শতাংশ এবং রাত ৯টা থেকে ১০টার মধ্যে তা বেড়ে দাঁড়াবে ৭০ শতাংশে। রাত ১১টা পর্যন্ত একই অবস্থা থাকবে। বড় কথা হল, আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও ২২ মার্চ ইডেনেই অনুষ্ঠিত হবে। এবং অনেক বড় বড় তারকাদের পারফর্ম করার কথা রয়েছে। এখন বৃষ্টি হলে, সবটাই ভেস্তে যাবে।