দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান। হাইভোল্টেজ এই ম্যাচ শুরুর আগে মাঠে দেখা গেল জসপ্রীত বুমরাহকে। দলে না থাকলেও এই মহারণ থেকে মুখ ফিরিয়ে রাখতে পারেননি তিনি। চোটের কারণে শেষ মুহূর্তে দল থেকে বাদ পড়তে হয়েছে এই তারকা পেসারকে। ভারতীয় ক্রিকেট প্রেমীরা বুমরাহকে যথেষ্ট মিস করছেন এটা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে অস্ট্রেলিয়া সফরে যেই ভাবে পারফরম্যান্স করেছিলেন তিনি। কিন্তু ভাগ্যের পরিহাসে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে ছাড়াই খেলতে নামতে হচ্ছে টিম ইন্ডিয়াকে। পিঠের নিম্নাংশে চꦅোটের জন্য প্রতিযোগিতা থেকে ছিটকে যান জসপ্রীত।
দুবাইয়ের মাঠে জসপ্রীত বুমরাহ:
ভারত-পাক দ্বৈরথ দেখতে দুবাইয়ে পৌঁছে গেছেন জসপ্রীত বুমরাহ। চোটের জন্য যতই খেলায় বাধা থাকুক, মন যে তাঁর ক্রিকেট মাঠে পড়ে রয়েছে তা বোঝা যাচ্ছে। এদিন সাদা শার্ট ও জিন্স প🐎রে উপস্থিত হয়েছিলেন বুমরাহ। প্রথমেই মাঠে গিয়েই সতীর্থদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এতদিন পর তাঁদের দেখে বেশ আনন্দিত ছিলেন জসপ্রীত। কথဣা বলেন সকলের সঙ্গে। জড়িয়ে ধরেন হার্দিক পান্ডিয়া, বিরাট কোহলিকে। মজা করতে দেখা যায় রোহিত শর্মা, অক্ষর প্যাটেলের সঙ্গে।
হাজির ছিলেন বুমরাহর স্ত্রী সঞ্জনা গণেশন। দলের সকলের সঙ্গে সাক্ষাতের পর বুমরাহ, তাঁর স্ত্রী এবং আইসিসির চেয়ারম্যান জয় শাহ এক ফ্রেমে ধরা দেন। সেখানে তাঁর হাতে আইসিসির অ্যাওয়ার্ড তুলে দেন শাহ। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের বিচারের ২০২৪-এর সেরা ক্রিকেটার মনোনীত হয়েছিলেন জসপ্রীত। শুধু তাই নয়, বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। পাশাপাশি জায়গা করে নিয়েছিলেন আইসিসির মেন্স♏ টেস্ট এবং টি-২০ টিম অফ দ্য ইয়ারে।
সেরার সেরা ক্রিকেটার জসপ্রীত বুমরাহ:
২০২৪ সালে অসাধারণ পারফরম্যান্স করেছিলেন এই তারকা ভারতীয় পেসার। টি-২০ܫ এবং টেস্টে দেশের হয়ে বিরাট অবদান রেখেছিলেন। বর্তমানে আইসিসি টেস্ট বোলিং র্যাংকিংয়ে পয়লা নম্বরে রয়েছে জসপ্রীত বুমরাহ। ২০২৪ সালে সবচেয়ে কম বোলিং গড় (২০-এর নীচে) বজায় রেখে ২০০ টেস্ট উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন, যা ভারতের ইতিহাসে দ্রুততম।
২০২৪ সালে ভারতের টি-২০ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক তিনি। বুমরাহ প্রতিযোগিতায় ১৫ উইকেট নেন মাত্র ৮.২৬ গড়ে। ইকোনমি রেট ছিল ৪.১৭। এই পারফরম্যান্সের সুবাদে প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট পুরস্কার পান তিনি। টেস্টেও নজর কাড়া পারফরম্যান্স ছিল। বিশেষ করে অজি সফরে। বুমরাহ গত বছর ১৩ টেস্টে ৭১ উইকেট শিকার করেন, যা ২০২৪ সালে সবচেয়ে বেশি টেস্ট উইকেট এবং ভারতের পক্ষে এক ক্যালেন্ডার বছরে কপিল দেবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংখ্যা।