🍎 যে দিন মহেন্দ্র সিং ধোনি আবার চেন্নাই সুপার কিংসের (CSK) অধিনায়কত্বের দায়িত্বে ফিরলেন, সেই দিনেই কলকাতা নাইট রাইডার্সের সুনীল নারিন দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স করে চিপকের দর্শকদের স্তব্ধ করে দিলেন। অজিঙ্কা রাহানের নেতৃত্বাধীন দলটি মাত্র ১০.১ ওভারেই ১০৪ রানের সহজ লক্ষ্য তাড়া করে ৮ উইকেটে জয় ছিনিয়ে নেয়। সুনীল নারিনের ঝড়ো ইনিংস ও দুর্দান্ত বোলিং প্রদর্শনের উপর ভর করে জয় নিশ্চিত করেছে রাহানের কলকাতা নাইট রাইডার্স।
কোন পরিকল্পনাতে চিপকে বাজিমাত করল KKR?
🐟নাইটদের এই জয়ের পিছনে ছিল চেন্নাই সুপার কিংসের তিন প্রাক্তনীর মস্তিষ্ক। কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে চিপকে জয়ের পরে এক রহস্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন KKR-এ রয়েছে CSK-র তিন প্রাক্তনী, যারা চিপকে অনেক খেলেছেন, তাদের পরিকল্পনাতেই এই ফল পেয়েছে কলকাতা নাইট রাইডার্স।
CSK vs KKR ম্যাচের পরে রাহানে কী বললেন?
💎ম্যাচের পরে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক অজিঙ্কা রাহানে এই জয়ের পিছনের তিন মাথায়র কথা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমাদের নির্দিষ্ট কিছু পরিকল্পনা ছিল। আমি গত দুই বছর ধরে এখানে খেলেছি, মইনও খেলেছে। ডিজে-ও এখানকার কন্ডিশন ভালোভাবে জানে। উইকেটটা একটু স্টিকি ছিল, বল থেমে আসছিল। আমাদের স্পিনারদের কৃতিত্ব দিতেই হবে, আমাদের পরিকল্পনাগুলো আজ বেশ ভালো কাজ করেছে। টুর্নামেন্টে এখনও অনেক পথ বাকি, তাই সব পরিকল্পনা এখনই শেয়ার করতে চাই না।’
আরও পড়ুন … 🔥টানা ৫ ম্যাচে পরাজয়, চিপকে পরপর ৩ হার- অধিনায়ক ধোনির ফেরার দিনে লজ্জায় ডুবল CSK
মইনকে খেলানো নিয়ে কী বললেন রাহানে?
𝓀মইনকে খেলানো নিয়ে অজিঙ্কা রাহানে বলেন, ‘শেষে এটা একদম সঠিক সিদ্ধান্ত বলেই মনে হয়েছে।’ চিপকের পিচ নিয়ে কথা বলতে গিয়ে রাহানে বলেন, ‘আমার মনে হয়েছিল উইকেটটা একসাথে খেলবে, ১৭০ রানের উইকেট বলেই মনে হচ্ছিল। কিন্তু আমাদের বোলারদের কৃতিত্ব কোনও ভাবেই কমিয়ে দেখা যাবে না। মইন খুব ভালো খেলেছে। এক ম্যাচ খেলে বাদ পড়া এবং ফের ফিরে আসা সহজ নয়। সানি এবং বরুণও দারুণ করেছে। সানি আগের ম্যাচে রান দিয়েছিল, কিন্তু এবার দারুণভাবে ফিরে এসেছে। বৈভব এবং হর্ষিতও খুব ভালো করেছে। সব মিলিয়ে এটা ছিল অসাধারণ এক বোলিং পারফরম্যান্স।’
আরও পড়ুন … ♈ISL 2025-এর ফাইনাল টিকিট নিয়ে নতুন নাটক! মোহনবাগান সমর্থকদের চাপে পড়ে FSDL-এর বড় সিদ্ধান্ত
KKR-এর ব্যাটিং নিয়ে কী বললেন নাইট অধিনায়ক?
🐟এরপরে দলের ব্যাটিং নিয়ে কথা বলতে গিয়ে রাহানে বলেন, ‘আমি আমার ব্যাটিং উপভোগ করছি, গত ২-৩ বছর খুব পরিশ্রম করেছি আর এখন সেটা ফল দিচ্ছে। আমি শুধু মুহূর্তটা উপভোগ করতে চাই, জটিল কিছু ভাবতে চাই না।’ নেট রান রেট মাথায় ছিল কি না সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে রাহানে বলেন, ‘প্রথমে না, কিন্তু ছয় ওভার পর ভাবলাম যদি দ্রুত শেষ করতে পারি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে।’
আরও পড়ুন … ♎কেন ব্যক্তিগত মোটরবাইক বিক্রি করে দিয়েছিলেন কিউরেটর? PCB-র বিরুদ্ধে আরও এক আর্থিক দুর্নীতির অভিযোগ!
আগামীর পরিকল্পনা নিয়ে কী বললেন রাহান?
🐷আগামীর পরিকল্পনা নিয়ে এখনই মুখ খুলতে চান না রাহানে। CSK-কে হারিয়ে রাহানে বলেন, ‘অনেক সময় ভালো খেলেও হারতে হয়েছে, আগের ম্যাচটা আমাদের জন্য কঠিন ছিল। মাত্র ৪ রানে হেরেছিলাম। অনেক কিছু শেখার আছে, কিন্তু এখন আমরা জিততে চাই। বারবার জেতা-হারার মধ্যে না পড়ে একটা ছন্দে আসতে চাই। সবসময় ইতিবাচক থাকা খুব জরুরি।’