গত এক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছেন ইশান কিষাণ। তাঁর ভবিষ্যত নিয়ে নানা জল্পনা চলছিল। ২০২৫ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখেননি ইশানকে। মেগা নিলামে তাঁকে কিনে নেন সানরাইজার্স হায়দরাবাদ। আর হায়দরাবাদ দলের এই ভরসার যোগ্য মর্যাদা দেন ইশান। আইপিএল ২০২৫-এ নিজের প্রথম ম্যাচেই শক্তিশালী সেঞ্চুরি করে সব কিছুর জবাব দিয়েছেন এই বিস্ফোরক ব্য🐼াটসম্যান। সেই সঙ্গে তিনি জবাব দেন মুম্বই ইন্ডিয়ান্সের মালিক পক্ষ এবং বিসিসিআই-এর নির্বাচক কমিটিকে।
রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ব্যাট করতে নেমে হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রতিটি কোণায় স্ট্রোক খেলেন ইশান। কোনও বোলারই তাঁর আগ্রাসী মেজাজের হাত থেকে রক্ষা পাননি। টুর্নামেন্টের ১৮তম মরশুমের প্রথম সেঞ্চুরি আসে ইশান কিষাণের হাত ধরেই। তিনি মাত্র ৪৫বলে শতরানের মাইলস্টোন স্পর্শ൩ করেন। তাঁর শতরানের এই ইনিংসে ছিল ১০টি চার এবং ৬টি ছক্কা। শেষ পর্যন্ত ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন ইশান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক🅰 ম্যাচেই শতরান করে সকলের মন জয় করলেন ইশান। এটি হায়দরাবাদ দলের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
আরও পড়ুন: শতরান হাঁকি꧋য়ে নজির ইশানের, করলেন আগ্রাসী সেলিব্রেশন,꧙ জবাব দিলেন কাকে- আগরকার নাকি নীতা আম্বানিকে?
রেকর্ড সেঞ্চুরির পর মুম্বই ইন্ডিয়ান্সকে ঠুকলেন ইশান?
ইশান তাঁর দুরন্ত ইনিংস খেলার পর সম্প্রচারকারী চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে, অধিনায়ক প্যাট কামিন্স এবং দলের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হন। তিনি দাবি করেন, ‘দলের পরিবেশ সম্পূর্ণ আলাদা। অধিনায়ক অনেক বেশি স্বাধীনতা দেন। আপনি অনেক রান করুন বা তাড়াতাড়ি আউট হন, তাতে কিছু যায় আসে না, শুধুমাত্র প্রচেষ্টাই গুরুত্বপূর্ণ। এর জন্য অধিনায়ক এবং টিম ম্যানেজমেন্টকে শুভেচ্ছা।’ এই কথাগুলো বলে যেন মুম্বই ইন্ডিয়ান্স ম্যানেজমেন্টকেই ঠুকলেন ইশান। টানা সাত মরশুম মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন তিনি এবং এই সময়ে তিনি দলকে চ্যাম্পিয়ন করতেও গুরুত্বপূর🎀্ণ ভূমিকা পালন করেছিলেন। যাইহোক, ২০২৪ আইপিএলে একেবারে ভালো খেলতে পারেননি ইশান। তিনি গত মরশুমে মাত্র ৩২০ রান করেছিলেন।
আরও পড়ুন: বলে-ব্যাটে ল্যা💜জেগোবরে পাকিস্তান, কিউয়িদের কাছে ১১৫ রানে লজ্জার হার, ৩-১ সিরিজ জয় নিউজিল্যান্ডের
আর কী বললেন ইশান?
ইশান এদিন আরও ෴বলেছেন, ‘আমার দারুণ লাগছে। সেঞ্চুরি পেয়েছি। আমি আগের মরশুমগুলোতে শতরান করতে মরিয়া ছিলাম। অবশেশে এই মরশুমে সেঞ্চুরি হল। দলটি ভালো করছে, পরিবেশও খুব আলাদা। সামগ্রিক ভাবে আমার সবটাই ভালো লাগছে। শুধু চেষ্ট𝕴া করব, দলের জন্য এরকম আরও কয়েকটি ইনিংস খেলার।’
ইশান 🌳দাবি করেছেন, অভিষেক শর্মা এবং ট্র্যাভিস হেড যেভাবে শুরু করেছিলেন, সেটা আত্মবিশ্বাস জুগিয়েছে। তিনি বলেছেন, ‘যখন অভিষেক এবং হেড শুরু করেছিল, ওরা ডাগআউটে আমাদের ব্যাটারদের অনেক আত্মবিশ্বাস দিয়েছিল। এটা তিন এবং চার নম্বর ব্যাটারদের অনেক সুবিধে দেয়। তাই ওদের কৃতিত্ব অনেক।’