ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৫-এ নিজেদের প্রথম ম্যাচেই রাজস্থান রয়্যালসের বোলারদের একেবারে কচুকাটা করেন সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটাররা। আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান করে প্যাট কামিন্সের দল। তারা এদিন ২৮৬ রানের বিশাল পাহাড় গড়ে। আর হায়দরাবাদকে এই রানে পৌঁছতে যিনি প্রধান ভূমিকা নিয়েছেন, তিনি হলেন ইশান কিষাণ। রবিবার হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রতিটি কোণায় স্ট্রোক খেꦡলেন ইশান। কোনও বোলারই তাঁর আগ্রাসী মেজাজের হাত থেকে রক্ষা পাননি। টুর্নামেন্টের ১৮তম মরশুমের প্রথম সেঞ্চুরি এদিন পূর্ণ করেন ইশান। তিনি মাত্র ৪৫বলে শতরানের মাইলস্টোন স্পর্শ করেন। তাঁর শতরানের এই ইনিংসে ছিল ১০টি চার এবং ৬টি ছক্কা।
আরও পড়ুন: IPL-এর ১৮ বছরের ইতিহাসে ১৮তম বার🐼 শূন্যতে আউট রোহিত শর্মা, গড়লেন লজ্জার নজির
নজির গড়লেন ইশান
শেষ পর্যন্ত ৪৭🌺 বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন ইশান। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে অভিষেক ম্যাচেই শতরান করে সকলের মন জয় করলেন ইশান। এটি হায়দরাবাদ দলের তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। এদিন ইশান পিছনে ফেলেছেন হেনরিখ ক্লাসেন (১০৪ রান), ট্র্যাভিস হেডদের (১০২) পিছনে ফে🥀লেছেন। এই তালিকায় শীর্ষে রয়েছেন ডেভিড ওয়ার্নার। তিনি ১২৬ রান করেছিলেন। দ্বিতীয় স্থানে আছেন জনি বেয়ারস্টো। তিনি করেছিলেন ১১৪ রান।
আরও পড়ুন: ৪ ওভারে দিলেন ৭৬ রান, IPL-এর ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল বোলার হিসেবে 🉐লজ্জার রেকর্ড জোফ্রা আর্চারের
তারকা ব্যাটারের আগ্রাসী সেলিব্রেশন
এদিন সেঞ্চুরির পর ইশানকে আগ্রাসী ভঙ্গিতে সেলিব্রেশন করতে দেখা যায়। লাফিয়ে ঝাঁপিয়ে, আবেগে ভেসে ইশান সেলিব্রেট করেন নি😼জের সেঞ্চুরি। তাঁর বডিল্যাঙ্গোয়েজ দেখেই বোঝা যাচ্ছিল যে, তিনি কতটা তেতে ছিলেন। ব্যাট হাতে যেন সব বঞ্চনার জবাব দিলেন ইশান। দেখিয়ে দিলেন তিনি কী করতে পারেন। প💯্রসঙ্গত, আইপিএলে এটি ইশানের প্রথম শতরান। এর আগে তাঁর সর্বোচ্চ স্কোর ছিল ৯৯।
কাকে জবাব দিলেন ইশান- আগরকার নাকি নীতা আম্বানিকে?
ঘরোয়া ক্রিকেটে চিত্তাকর্ষক পারফরম্যান্সের পরেও, জাতীয় দলের দরজা খুলছে না ইশানের জন্য। ২০২৩-২৪ সালে রঞ্জি ট্রফির ম্যাচ খেলতে রাজি না হওয়ায়, তাঁকে টিম ইন্ডিয়ার কোনও ফর্ꩲম্যাটের দলেই জায়গা দেওয়া হচ্ছে না। এবং তারকা ব্যাটসম্যানকে কেন্দ্রীয় চুক্তি থেকেও গত বছর বাদ দেওয়া হয়েছিল। এই পরিস্থিতিতে অজিত আগরকারের নির্বাচক কমিটির কাছে এটি নিঃসন্দেহে ইশানের উপযুক্ত জবাব ছিল।
আরও পড়ুন: 4-6-0-4-1W-4-4- পঞ্চম ওভারে ট্র্যা🌃ভিস হেডের পিটুনি খেয়ে চোখে শর্ষেফুল আর্চারের, এল ২৩ রান
শুধু নির্বাচক কমিটিই নয়, ইশানের প্রাক্তন টিম মুম্বই ইন🅺্ডিয়ান্সের মালিক নীতা আম্বানিকেও দেখিয়ে দিলেন, তিনি কী করতে পারেন! তাঁকে ছেড়ে ভুল করেছে মুম্বই! ২০২৫ আইপিএলের মেগা নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স তাঁকে রিটেন ক♔রেনি। এমন কী নিলামেও কেনেনি। তবে ট্র্যাভিস হেড এবং অভিষেক শর্মা ওপেনার হিসেবে দলে থাকা সত্ত্বেও, হায়দরাবাদ ইশানকে কিনে নেয়। তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানো হয়েছিল। আর তিনে নেমেই বাজিমাত করেন ইশান।