চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ন্স ম্যাচের আগে MI অধিনায়ক হার্দিক পান্ডিয়া জড়িয়ে ধরলেন চেন্নাই কিংসের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। চেন্নাইয়ে অনুষ্ঠিত ম্যাচের আগে এক প্র্যাকটিস সেশনে🤪 চেন্নাই সুপার কিংসের তারকা ধোনির সঙ্গে হার্দিকের সাক্ষাৎ হতে দেখা গেল। এই সময়ে প্রিয় মাহিকে আলিঙ্গন করলেন হার্দিক। আইপিএল ২০২৫-এ মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের হাই-ভোল্টেজ ম্যাচের আগে উষ্ণ অভ্যর্থনার এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে।
আইপিএল ২০২৫ আসরটি কলকাতার ইডেন গার্ডেন্সের উদ্বোধনী ম্যাচ দিয়ে অর্থাৎ কেকেআরের বিরুদ্ধে আরসিবির লড়াই𒈔য়ের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনে, চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স। ম্যাচটি চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস একস🅘ঙ্গে অনুশীলন করেছে। এ সময় হার্দিক পান্ডিয়ার সঙ্গে মহেন্দ্র সিং ধোনির এক আবেগঘন পুনর্মিলন ঘটে।
হার্দিক পান্ডিয়া ও ধোনির আবেগঘন মুহূর্ত ভাইরাল
আইপিএল ২০২৫-এর অন্যতম উত্তেজনাপূর্ণ ম্যাচ মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংসের ❀জন্য দর্শকদের উন্মাদনা চরমে পৌঁছেছে। তবে ম্যাচের আগে হার্দিক পান্ডিয়া ও মহেন্দ্র সিং ধোনির বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছে।
আরও পড়ুন … IPL 2025: সৌরভের 🔜হস্তক্ষেপ, রামনবমীর দিনে ইডেনেই অনুষ্ঠিত হবে KKR ܫvs LSG ম্যাচ
একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, হার্দিক পান্ডিয়া ধোনিকে আন্তরিকভাবে আলিঙ্গন করছেন। এই দৃশ্য দেখে বোঝꦫা যায়, ভারতের প্রাক্তন অধিনায়কের প্রতি হার্দিক༺ের কতটা গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে।
ধোনির নেতৃত্বে ভারতীয় দলে খেলার সুবাদে হার্দিক𒀰 পান্ডিয়া সবসময় তাঁ﷽কে অনুপ্রেরণা হিসেবে দেখেন এবং তাঁর আদর্শ বলে মনে করেন। ধোনির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণই যেন এই উষ্ণ আলিঙ্গন।
দেখুন সেই ভিডিয়ো-
আরও পড়ুন … মোহনবাগান😼ের নৌকা ডুববে, ইস্টবেঙ্গলের মশাল নিভবে না… পল্টু দাসের ২৪ তম প্রয়াণ দিবসে লাল হলুদ সভাপতির হুঙ্কার
মুম্বই ইন্ডিয়ান্🌃স ও চেন্না🐽ই সুপার কিংসের ম্যাচটি ২৩ মার্চ সন্ধ্যা ৭:৩০ টায় এমএ চিদাম্বরম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মুম্বই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচে খেলবেন না হার্দিক পান্ডিয়া। আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে অধিনায়ক হার্দিক পান্ডিয়াকে ছাড়াই মাঠে নামতে হবে। তাঁর পরিবর্তে সুর্যকুমার যাদব অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন।
আরও পড়ুন … IPL 2025: রাত ১১:৩০ টায় ব্যাটিং করছেন ধোনি!🃏 মা💞হির কঠিন পরিশ্রমের রহস্য ফাঁস
আইপিএল ২০২৪-🌟এর শেষ ম্যাচে স্লো ওভার রেটের নিয়ম লঙ্ঘনের কারণে হার্দিককে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সেই নিষেধাজ্ঞা চলতি মরশুমেও বহাল থাকায় তিনি প্রথম ম্যাচ খেলতে পারবেন না। এছাড়াও, মুম্বই ইন্ডিয়ান্স তারকা পেসার জসপ্রীত বুমরাহকেও পাবে না। তিনি বিসিসিআই-এর সেন্টার অব এক্সেলেন্সে পিঠের চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন। এ দিকে, হার্দিক প꧅ান্ডিয়ার নেতৃত্ব ছাড়াই মুম্বই ইন্ডিয়ান্স তাদের আইপিএল ২০২৫ অভিযান শুরু করবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে।