যে বা যারা নাগপুরে হিংসা ছড়িয়েছে, তাদ🙈ের কাউকেই রেয়াত করা হবে না। হিংসার ফলে যে বিপুল আর্থিক ক্ষয়ক্ষতি ও সরকারি সম্পত্তিহানি হয়েছে, তার ক্ষতিপূরণ হিংসা ছড়ানো ব্যক্তিদেরই করতে হবে। তারা যদি সেই ক্ষতিপূরণের টাকা দিতে না পারে, তাহলে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। এমনকী, প্রয়োজনে তাদের সম্পত্তি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে!
নাগপুর হিংসা নিয়ে শনিবার (২২ মার্চ, ২০২৫) এভাবেই উত্তরপ্রদেশের 'বুলডোজার জাস্টিস' এবার মারাঠাভূমে প্রয়োগ করার হুঁশি❀য়ারি দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস।
মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, ইতিমধ্যেই এই হিংসার ঘটনাღয় ১০৪ জনকে গ্রেফতার করা হয়েছে। হিংসা যারা ছড়িয়েছিল, তাদের চিহ্নিত ও পাকড়াও করতে সংশ্লিষ্ট সমস্ত সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, সম্প্রতি বলিউডের একটি সিনেমা মুক্তি পাওয়ার পর থেকেই মুঘল স😼ম্রাট ঔরঙ্গজেব ও তাঁর কয়েকশো বছরের প্রাচীন কবর নিয়ে রাজনীতি শুরু হয়েছে! ঔরঙ্গজেবের সেই কবর রয়েছে মহারাষ্ট্রে। চরম হিন্দুত্ববাদী ও দক্ষিণপন্থী একাধিক সংগঠনের দাবি, প্রাচীন ওই সমাধি উপড়ে ফেলতে হবে! যা নিয়ে বেশ কিছুদিন ধরেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। যা চরমে ওঠে গত ১৭ মার্চ (২০২৫)।
অভিযোগ হল, হিন্দুত্ববাদী সংগঠনগুলি যখন তাদের বিক্ষোভ প্রদর্শন করছিল, সেই সময়েই নাকি 🎶কোনও একটি ধর্মগ্রন্থের প্রতি অসম্মান প্রদর্শন করা হয়। এই খবরের সত্যাসত্য যাচাই করার বদলে এই খবর চাউর হতেই মুহূর্তে হিংসা ছড়িয়ে পড়ে নাগপুরে🔥। সূত্রের দাবি, সংশ্লিষ্ট গুজবের জেরে উন্মত্ত জনতা তাণ্ডব শুরু করে। একের পর এক পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। সরকারি সম্পত্তি নষ্ট করা হয়। বহু ব্যক্তিগত সম্পদেরও ক্ষতি করা হয়। পরিস্থিতি সামাল দিতে হিমসিম খেতে হয় পুলিশকে। জারি করা হয় কার্ফিউ।
সম্প্রতি এও শোনা যাচ্ছিল যে এই ঘটনার নেপথ্যে নাকি বাংলাদেশ যোগ রয়েছে। কিন্তু, সেই দাবি যে ভিত্তিহীন, তা শনিবার ফড়নবীস নিজেই স্পষ্ট করে দিয়েছেন। এমন কোনও ধরনের যোগের সম্ভাবনা ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তিনি। বদলে কড়া ভাষায় হিংসা ছড়ানো ব্যক্তি ও তাদের মদতদাতাদের হুঁশিয়া𝄹র করেছেন মুখ্যমন্ত্রী।
এদিকে, এই ঘটনায় পু꧃লিশ যাঁদের এখনও পর্যন্ত গ্রেফতার করেছে, তাঁদের মধ্যে দু'টি উল্লেখযোগ্য নাম পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে একজন হলেন 'মাইনোরিটি ডেমোক্রেটিক পার্টি' (এমডিপি) নামে একটি সংগঠনের কার্যনির্বাহী সভাপতি হামিদ ইঞ্জিনিয়র এবং মহম্মদ শেহজাদ খান নামে একজন ইউটিউবার।