ইডেনে জমজমাট IPL-2025-এর উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে দিনভর উত্তেজনা তুঙ্গে। আর এটা হওয়ারই ছিল, কারণ খোদ বলিউড বাদশা যেখানে উপস্থিত, সেখানে শুধু গোটা দেশ নয়, গোটা বিশ্বের নজর থাকে। তবে শুধু শাহরুখ নয়, কলকাতার বুকে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নজর কেড়েছেন যিনি তিনি হলেন দিশা পাটানি♐।
এদিন পারফর্ম করতে উঠেই অনুষ্ঠান মঞ🌌্চে যেন আগুন ধরিয়ে দেন দিশা। তাঁর পরনে ছিল সিলভার রঙের বিকিনি টপ ও শর্ট স্কার্ট। দিশা পারফরম্য়ান্স শুরু হতেই তাঁর শরীরী হিল্লোলে বুঁদ হয়ে যায় গোটা স্টেডিয়াম। 'পাগল হয়ে যাব, আমি পাগল হয়ে যাব' গানটি ছাড়াও একাধিক বলিউডি গান ও মিউজিকের মিক্সিং-এ নাচেন দিশা।
সোশ্যাল মিডিয়ায় দিশার নাচের ভিডিয়োর নিচে উঠে এসেছে নানান মন্তব্য। কেউ লিখেছেন, ‘সত্যিই যে পাগল হয়েই গেলাম…’। কেউ শুধুই লিখেছেন, ‘উফ! (আগুনের ইমোজি)। কারণ মন্তব্য, 'আগুন জ্বলে গেছে যে’। তারইমধ্যে তাঁর পারফরম্যান্সের মাঝপথে আচমকা লাইভ সম্প্রচারে ব্যাঘ্যাত ঘটে। পারফরম্যান্সের দৃশ্য না দেখিয়ে জিয়ো হটস্টারে সঞ্চালকদের দেখানো হতে থাকে।ౠ যা নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে নেটপাড়ায়।
এদিকে এদিন IPL-১৩ এর উদ্বඣোধনী অনুষ্ঠানে দর্শকদের মন কেরেছেন র্যাপার, গায়ক করণ আউজলার পারফরম্যান্স। ভিকির 'ব্যাড নিউজ' ছবির জন্য তাঁর নিজেরই গাওয়া 'হুসনে তেরা তওবা তওবা' সহ একাধিক গান গেয়ে পারফর্ম করেন করণ। তাঁর গানের সঙ্গে দর্শকাসনে অনেককেই নাচতে দেখা যায়।
এছাড়াও সকলের মন কেড়ে নিয়েছিল ‘থোড়িসি ধুল মেরি, ꦓধরতি কি মেরে বতন কি’, 'আমি যে তোমার', সহ একাধিক গানে শ্রেয়া ঘোষালের পারফরম্যান্স। এদিন নীল রঙের গর্জাস গাউনে মঞ্চে উঠেছিলেন শ্রেয়া। শ্রেয়া ১০টি আইপিএল ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটির জন্য একটি বিশেষ গান উৎসর্গ করেছেন, যা পরিবেশনাটিকে সত্যিই অনন্য এবং অবিস্মরণীয় করে তুলেছে।
প্রসঙ্গত, শনিবার ইডেন গার্ডেনে আইপিএল ২০২৫-এর প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ও রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) মুখোমুখি হয়। তাদের লড়াই অনেককে ২০০৮ সালের উদ্বোধনী খ𓆉েলার কথা মনে করিয়ে দিয়েছে।