শীঘ্রই ঘরে আসছে সন্তান। আগামী অগস্ট মাসেই অহনা এবং দীপঙ্করের সংসার বেড়ে দুই থেকে তিনজনের হবে। তার আগে এদিন কী করলেন অনুরাগের ছ♋োঁয়ার মিশকা?
আরও পড়ুন: টি🥀মটিম করছে সিকান্দরের দাপট! বুধবার ১০ কোটিও পেরোল না আয়, ৪ দিনে কত কোটির ব্যবসা করল সলমনের ছবি?
কী ঘটেছে?
এদিন অহনা দত্ত তাঁর অনুরাগীদের সঙ্গে একটি গেট রেডি উইথ মি ভিডিয়ো শেয়ার করে♍ন। সেখানেই 🍸তাঁকে দেখা যায় একটি কালো স্নান পোশাকে দাঁড়িয়ে আছেন। তারপরই তৈরি হতে শুরু করেন। পরেন একটি হট প্যান্ট এবং সাদা ওভারসাইজড টিশার্ট। আর এই টিশার্টে লেখা থাকা কথাই নজর কাড়ল নেটপাড়ার। কী লেখা তাতে? 'উই আর হাঙরি।' অর্থাৎ আমরা ক্ষুধার্থ! আমরা বলতে বলাই বাহুল্য তিনি এবং তাঁর সন্তান।
এরপরಞ চটজলদি অভিনেত্রীকে তৈরি হতে দেখা যায়। তৈরি হতে হতেও আইসক্রিম, ইত্যাদি খেতে থাকেন তিনি। তারপর তাঁর ফুল লুক শেয়ার করেন। ওভা♛র সাইজড টিশার্টের জন্য বেবি বাম্প সেই অর্থে বোঝা না গেলেও তিনি পেটে হাত দিয়ে ইশারা করেন। আর তাঁর সেই ইশারা এবং জামায় লেখা কথা দেখেই নেটপাড়া মনে করছে ভাবী সন্তানের আবদার মেনে কোথাও খেতে গিয়েছিলেন অহনা। সেটার সাজই এদিন সকলের সঙ্গে ভাগ করে নিলেন।
প্রসঙ্গত চলতি বছরই ১ জানুয়ারি দিয়েছিলেন বিয়ের খবর। যদিও শুভকাজটা সেরে ফেলেছিলেন গত বছরই। ২০২৩ সালের ডিসেম্বর মাসে আইনি বিয়ে সারেন অহনা আর দীপঙ্কর, তাঁদಌের সেই বিশেষ দিনের ভিডিয়োও প্রকাশ্যে এনেছেন। অভিনেত্রী তারপরই মার্চ মাসে জানান সন্তান আসার কথা। অগস্টেই অহনার কোল আলো করে আসবে তাঁর প্রথম সন্তান। খুব ছোট বয়সেই অবশ্য মা হচ্ছেন। এখন বয়স মাত্র ২২। দীপঙ্করের প্রেমে যখন পড়েন তখন সবে ১৮ পেরিয়ে পা রেখেছেন ১৯ এ। অনুরাগের ছোঁয়ার সেটেই প্রেম হয় তাঁদের। যদিও তাঁদের এই সম্পর্ক মানেননি আহনার মা। এখন দুজনের মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো তিনি ড্যান্স বাংলা ড্যান্সে অংশ নিয়েছিলেন সেখান থেকে সুযোগ পান অনুরাগের ছোঁয়ায়। আর প্রথম ধারাবাহিকে দারুণ খ্যাতি পান, পরিচিত হয়ে ওঠেন মিশকা হিসেবে। ইতিমধ্যে কাজ করেছেন ছবিতেও, তাও ঋত্বিক চক্রবর্তী, মিঠুন চক্রবর্তীর সঙ্গে।