গত ৩০ মার্চ বড় পর্দায় মুক্তি পেয়েছে সলমন খান অভিনীত ‘সিকন্দর’। এই সিনেমায় রশ্মিকা মান্দানার বিপরীতে অভিনয় করেছেন তিনি। তবে ভাইজানের এই সিনেমাটি মানুষের খুব একটা মনে ধরেনি। বক্স অফিসেও তেমন ব্যবসা করতে পারেনি এই সিনেমা♐।
আরও পড়ুন: সৃজিতের পরের ছবিতে অ্যালেকজান্দ্রা টেলর? জল্পনা উস🤡কাতেই কী 🧸বললেন?
আরও পড়ুন: আসতে চল🅘েছে ‘পঞ্চায়েত ৪’! মুক্তির কথা ঘোষণা করতে বেছে নেওয়া হল কꦬাদের?
সিনেমার ফ্লপ হওয়ার গুঞ্জনের মধ্যে বারবাꦜর উঠে এসেছে সলমন এবং রশ্মিকার বয়সের ব্যবধানের কথা। অতিরিক্ত বয়সের পার্থক্য থাকার জন্যই সিনেমা হিট হয়নি বলে দাবি জানিয়েছিলেন অনেকে। এবার এই প্রসঙ্গে কথা বললেন আমিশা প্যাটেল।
সম্প্রতি আমিশা প্যাটেলকে এই প্রসঙ্গে প্রশ্ন করায় তিনি বলেন, ‘বয়সের ফারাকটা কোনও ব্যাপার নয়। জুটি যদি হিট হয়, তাহলে🍸 বয়সের কথা মাথাতেই আসে না কারোও। গদর এবং গদর ২ এই দুটি সিনেমাতেই তো আমি সানি দেওলের সঙ্গে কাজ করলাম, ওঁর সঙ্গে আমার বয়সের পার্থক্য ২০ বছর। তাতে তো কোনও অসুবিধাই হয়নি। তাহলে এক্ষেত্রে ৩১ বছরের ব্যবধান থাকলে অসুবিধা হওয়ার কথা নয়।’
বয়সের ব্যবধান প্রসঙ্গে সলমন
‘সিকন্দর’ সিনেমার ট্রেলার লঞ্চে নায়িকার সঙ্গে এই বয়সের ব্যবধানের কথা উঠলে ভাইজান বলেছিলেন, ‘নায়িকার যদি কোনও সমস্যা না থাকে, তাহলে কারোও সমস্যা থাকার কথা নয়। ওঁর বাবারও তো কোনও সমস্যা নেই। আমি তো ♈ওঁর মেয়ের সঙ্গে ও কাজ করতে চাই, যদি উনি অনুমতি দেন।’
আরও পড়ুন: ৮৭ বছরে জী💫বনাবসান, মনোজ কুমারের মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন অক্ষয়, করণের
আরও পড়ুন: একটি বা দুটি নয়, ক🥂রিনার টানা ১০টি সিনেমা হয়েছিল ফ্লপ, এক নজরে দেখুন তালিক🥂া
‘সিকন্দর’ সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুরুগাদোস, যিনি গজনির মতো সিনেমা পরিচালনা করেছেন। খুব স্বাভাবিকভাবেই এই সিনে🧸মাটি নিয়েও বেশ উত্তেজনা তৈরি হয়েছিল ভক্তদের মধ্যে, কিন্তু সিনেমার গল্প তেমন ভাবে আকর্ষণ করতে পারেনি আর তার প্রভাব পড়েছে বক্স অফিসে।