🤪 ‘বিনোদিনী একটি নটীর উপাখ্যান’ ছবিটি দিয়েই টলিউডে অভিষেক হল রাম কমল মুখোপাধ্যায়ের। শুধু তাই নয়, এটাই তাঁর প্রথম পূর্ণ দৈর্ঘ্যের তো বটেই, প্রথম বাংলা ছবি। বক্স অফিসে ভালোই সাড়া পেয়েছে ছবিটি। দর্শক থেকে সমালোচক সকলেই প্রশংসায় ভরিয়েছে রুক্মিণী মৈত্র অভিনীত ‘বিনোদিনী’কে। এবার পরিচালকের লক্ষ্য তাঁর আগামী প্রজেক্ট। ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ এবং ‘দ্রৌপদী’ নিয়ে হিন্দুস্থান টাইমস বাংলাকে কী জানালেন রাম কমল মুখোপাধ্যায়?
‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ নিয়ে কী বললেন রাম কমল?
🍰‘লক্ষ্মীকান্তপুর লোকাল’ ছবিটিতে কোন গল্প ফুটে উঠবে জানতে চাইতেই রাম কমল জানিয়ে দেন এটি 'এখনকার, আজকের গল্প।' যদিও বিস্তারিত ভাবে গল্পটা এখনই বলতে চাননি তিনি। তবে পরিচালকের কথায়, 'এটা এখনকার মানুষের, কলকাতার গল্প। তিনটে শ্রেণীর মানুষ নিম্ন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত এবং বড়লোকদের গল্প এটি। তাঁদের কথা দেখতে পাব তিনজন পরিচারিকার দৃষ্টিভঙ্গিতে। সেই জন্যই নামটা লক্ষ্মীকান্তপুর লোকাল। এই ট্রেনে করে তাঁরা লক্ষ্মীকান্তপুর থেকে আসে কাজ করতে। এসে তিনটে বাড়িতে চলে যায়, সেখানে গিয়ে তাঁরা কী দেখতে পায় সেটা নিয়েই এই ছবি।'
🐭ছবিটিতে কি সত্যিই রূপা গঙ্গোপাধ্যায় আছেন? এই বিষয়ে রাম কমলের সাফ উত্তর, 'এগুলো কীভাবে রটে যায় জানি না।' তাহলে কাদের দেখা যাবে পরিচালকের আগামী ছবিতে? জানা গিয়েছে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, জন ভট্টাচার্য, পাওলি দাম, ইন্দ্রনীল সেনগুপ্ত, রাজনন্দিনী পাল, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখ। ফলে ‘বিনোদিনী’র মতোই রাম কমল মুখোপাধ্যায়ের পরবর্তী ছবিও যে বড় কাস্টিংয়ের ছবি হতে চলেছে সেটা বলাই যায়। মার্চ মাস থেকে শুরু হবে ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এর শ্যুটিং।
প্রায় দুই বছর আগে ঘোষণা করেছিলেন ‘দ্রৌপদী’। সেটার কী আপডেট?
ไ‘দ্রৌপদী’ নিয়ে কথা বলতে গিয়ে ছবির ভবিষ্যৎ নিয়ে বেশ চিন্তিত দেখায় এদিন পরিচালককে। রাম কমল জানান, 'দ্রৌপদী নিয়ে আমরা প্রচুর কাজ করেছি। বম্বেতে প্রি-প্রোডাকশন কাজ চলেছে। চিত্রনাট্য লক হয়ে গিয়েছে। কিন্তু আমি জানি না দ্রৌপদীর ভবিষ্যৎ কী।'
♍কিন্তু কেন এমনটা মনে করেন তিনি? এই বিষয়ে রাম কমল মুখোপাধ্যায় জানিয়েছেন, 'দ্রৌপদী বিনোদিনীর থেকে আরও বড় বাজেটের ছবি। এবার সেটার লগ্নি, সেটার রিকভারি... আজকে যদি দর্শক বিনোদিনী একটি নটীর উপাখ্যান ছবিটিকে বাণিজ্যিক ভাবে আরও সফল করত, যেটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে, যে অর্থ বিনিয়োগ করা হয়েছে এতে সেটা রিকভার হয়ে যাবে, ছবিটিও হিট হবে। কিন্তু দ্রৌপদীর মতো ছবি করতে গেলে তো সেটা আরও বড় বাজেটের ছবি হবে, বেশি রিস্ক থাকবে। সেটা কে নেবে? প্রযোজকরা সেই রিস্ক নেবেন? আমার যেটা করার কথা আমি করে দিয়েছি। আমি দ্রৌপদী বানাতে চাই, কৃষ্ণ এবং দ্রৌপদী বানাব না।'
আরও পড়ুন: ༒লাল বেনারসি পরে সুকান্তর বাড়িতে হাজির অনন্যা, বাগদানের আগে গোলাপ দিয়ে সারলেন প্রোপোজ!
💦বাংলায় না হলে, ‘দ্রৌপদী’র মতো চরিত্রকে নিয়ে তো অন্য ভাষাতেও ছবি করা যায়। এই বিষয়ে রাম কমল জানিয়েছেন, আপাতত তিনি বাংলাতেই চেষ্টা করতে চান। তাঁর কথায়, 'যদি মনে হয় যে রোড ব্লক হয়ে গেল, এটা নিয়ে আর কাজ করা যাবে না এখানে তখন হয়তো অন্য ভাষা এক্সপ্লোর করব।' তবে যাই হোক, আপাতত তাঁর ‘দ্রৌপদী’ পূর্ব ঘোষণা মতো রুক্মিণী মৈত্রই।