যতই ই-কমার্স সাইট আসুক, সেখানে ঢেলে সেল দিক মাঝে মধ্যেই, মল তৈরি হোক বাঙালির কাছে চৈত্র সেল একটা ইমোশন। গড়িꦍয়াহাট, হাতিবাগান, বেহালার মতো জায়গা ঘুরে ঘুরে ছাড়ে জিনিস কেনা যেন তেরো পার্বণের একটি হয়ে উঠেছে। কিন্তু তারকা বলে কি সেই আনন্দ থেকে দূরে থাকবেন? একেবারেই নয়। এদিন তাই গড়িয়াহাটে চৈত্র সেলের শপিং করতে গেলেন ইমন চক্রবর্তী। কী কী কিনলেন সেখান দিয়ে?
আরও পড়ুন: টিমটিম করছে সিকান্দরের দাপট! বুধবার ১০ღ কোটিও পেরোল না আয়, ৪ দিনে কত কোটির ব্যবসা করল সলমনের ছবি?
আরও পড়ুন: বেবি বাম্প ঢাকতে ✱ওভারসাইজড💛 টিশার্ট! সন্তানের 'আবদার' বুঝে কোথায় গেলেন অহনা?
কী শেয়ার করলেন ইমন?
এদিন ইমন চক্রবর্তী একটি ভিডিয়ো পোস্ট করেন সোশ্যাল মি🎃ডিয়ায়। সেখানে তাঁকে দেখা যাচ্ছে গড়িয়াহাটের রাস্তায় তিনি দাঁড়িয়ে আছেন। পরনে মেরুন রঙের একটি কুর্তি। রাস্তায় দাঁড়িয়েই গায়িকাকে বলতে শোনা যায়, 'গড়িয়াহাটের চৈত্র সেলের শপিং সেরা। চলো...' বলেই তাঁকে মাস্ক পরে গড়িয়াহাটের ফুটপাতে বসা দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে দেখা যায়। সঙ্গে ছিলেন তাঁর বাবা।
এদিন একটি ব্যাগের দোকানে ঢুকে বিভিন্ন ব্যাগ দেখেꦉন তিনি। জিজ্ঞেস করেন দামও। তবে শেষ পর্যন্ত কী কী কিনলেন সেটা অনুরাগীদের সঙ্গে ভাগ করেননি ইমন।
কে কী বলছেন?
এদিন ইমন এই ভিডিয়ো পোস্ট করতেই অনেকেই মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'মাস্কে মুখ ঢেকে লাভ নেই। সবাই চিনে যাবে।' দ💞্বিতীয় ব্যক্তি লেখেন, 'এই জন্যই আপনাকে এত ভালো লাগে। কো🦹নও শো অফ নেই। একদম মাটির মানুষ।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'এত বড়ো মানুষ হয়েও আপনি এত সাধারণ। সত্যিই আপনাকে আমার প্রণাম।'
আরও পড়ুন: অভিষেক-শার্লির বন্ধুত্বের 🌼'ভিত' ঈশ্বর প্রেম! 'মিষ্টি বন্ধু'ক𝓀ে দেখে কী কী শিখেছেন 'ফুলকি'র স্যার
প্রসঙ্গত কিছুদিন আগেই দুদিন ব্যাপী একটি অপেরা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ইমন চক্রবর্তী। শ্রোতাদের থেকে দারুণ সাড়া পেয়েছেন। কিন্তু দীর্ঘদিন এক টানা কাজ করে তিনি কিছুদিন বিশ্রাম নিচ্ছেন বলেই জানিয়েছেন গায়িকা। সেই প্রসঙ্গে একটি পোস্টে লেখেন, 'আমার জীবনে এমন অনুষ্ঠান আর এমন টিম আমি আগে কখনও পাইনি। শিখেছি, জেনেছি, ভেঙেছি নিজেকে। একটা অন্য আমিকে দেখতে পেয়েছি। থামব না কিন্তু। এই শো চলতে থাকবে। এখন খালি একটু রেস্ট নিচ্ছি। ৩-৪ মাসের লাগাতার খাটনি এখন পেয়ে বসেছে শরীরের উপর। একটু জিরিয়ে নিই, আবার ফিরব। আমি এত কিছু লিখছি কারণ আমি প্রতিটি জিনিসকে খুব মিস করছি। এর মধ্যেই এক সপ্তাহ কেটে গেল। ধন্যবܫাদ কলকাতা।'