𝄹 মাঝে আচমকাই রটে গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে নাকি প্রেম করছেন ইশা। যদিও এই জল্পনা যে নিছক গুঞ্জন এবং গুজব বই কিছুই নয় সেটা ধীরে ধীরে স্পষ্ট হয়েছে। কিন্তু তাও অভিনেতা, অভিনেত্রীদের জীবনে কী ঘটল না ঘটল সেটা নিয়ে গসিপ রটতে বেশি সময় লাগে না। কিন্তু সেসব গুজব, গুঞ্জনের ঠেলায় জেরবার জীবন। এবার তাই কোন সিদ্ধান্ত নিলেন ইশা?
কী জানালেন ইশা?
😼ইশা সাহা সম্প্রতি জি ২৪ ঘণ্টাকে দেওয়া একটি সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি তাঁর নামে রটা কোনও ভুয়ো খবর আর সহ্য করবেন না। বরং এবার সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন তিনি। সেই প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, 'আমার সম্পর্কে ভুল বলা, ভুল তথ্য দেওয়া বা ভুল লেখা... এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি আমি আইনি পদক্ষেপ নেব। আমার মনে হয়েছে আমার সম্পর্কে ভুল তথ্য, আমার কথার ভুল ব্যাখ্যা না করলেই ভালো। এটুকুই।'
꧋ প্রসঙ্গত অভিনেত্রীকে সদ্যই অপরিচিত ছবিতে দেখা গিয়েছে। আগামীতেও ইশা সাহার হাতে রয়েছে একগুচ্ছ কাজ। তাঁকে আগামীতে দেখা যাবে সৃজিত মুখোপাধ্যায়ের ছবি লহ গৌরঙ্গের নাম রে ছবিতে। কানাঘুষোয় শোনা যাচ্ছে তিনি নাকি এই ছবিতে জুটি বাঁধবেন ইন্দ্রনীল সেনগুপ্তর সঙ্গে। যদিও এই ছবিতে জুটি বাঁধার প্রসঙ্গে ইন্দ্রনীল জানিয়েছেন, তাঁদের জুটিতে দেখা যাবে কিনা তা তিনিও বলতে পারবেন না। তাঁর কথায়, ‘এটা একটা সেলিং পয়েন্ট।’
💦 এছাড়া ইশা সাহাকে দেখা যাবে চেক ইন চেক আউট। সেখানে তাঁপ সঙ্গে থাকবেন রাতুল শঙ্কর। আগামী ১৮ এপ্রিল মুক্তি পাবে চেক ইন চেক আউট। এই ছবিতে ইশা এবং রাতুল ছাড়াও থাকবেন আরিয়ান ভৌমিক, অনুরাধা মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, প্রমুখ।
আরও পড়ুন: 🌳বিতর্কের মাঝেই মুম্বই পুলিশকে কুণাল কামরার শো দেখার ‘বুদ্ধি’ বরুণ গ্রোভারের! কেন?
আরও পড়ুন: ಞ'গণতান্ত্রিকভাবে ধাপে ধাপে শিল্পীকে খুন করার পদ্ধতি', বিতর্কের আগুনে ঘি! ফের বিস্ফোরক পোস্ট কুণালের