বিগত বেশ কিছু মাস ধরেই চর্চায় রয়েছে যিশু সে𒅌নগুপ্ত এবং নীলাঞ্জনা সেনগুপ্তর বিবাহ বিচ্ছেদের কথা। যদিও দুজনের কেউই এই বিষয়ে মুখ খুলতে নারাজ। তবে সম্প্রতি শিবরাত্রির নীলাঞ্জনা একটি পোস্ট করেন যেখানে দেখা যাচ্ছে তিনি যিশুর নামের ট্যাটু শিবের ট্যাটু দিয়ে ঢেকে দিয়েছেন। আর তার মধ্যে জানা গেল যিশু সেনগুপ্ত আবারও বাংলা রিয়েলিটি শোতে ফিরছেন। তাঁকে দেখা যাবে ড্যান্স বা🧔ংলা ড্যান্সে। আর এই রিয়েলিটি শোয়ের শ্যুটিং ফ্লোরে অভিনেতার সঙ্গে রয়েছেন তাঁর ম্যানেজার শিনালও। এই বিষয়ে জানিয়ে রাখা ভালো, এঁর সঙ্গেই কিন্তু যিশুর প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল।
কী ঘটেছে?
সারেগামাপা শেষের পথে। ২ মার্চ শেষ হয়ে যাচ্ছে গানের এই রিয়েলিটি শো। তারপরই আসছে ড্যান্স বাংলা ড্যান্স। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রোমো। শুরু হয়ে গিয়েছে শ্যুটিং। এবারের এই সিজনে থাকছেন মহাগুরু মিঠুন। তাঁর সঙ্গে দেখা যাবে যিশু সেনগুপ্তকেও। বহুদিন পর অভিনেতা যে আবারও বাংলা রিয়েলিটি শোতে ফিরতে চলেছেন সেটা বলা যায়। কিন্তু তাঁকে সঞ্চালক নাকি বিচারক কোন ভূমিকায় দেখা যাবে সেটা আগামী দꦜিনেই জানা যাবে।
নীলাঞ্জনার ট্যাটু
এই বিষয়ে এও জানিয়ে রাখা ভালো, তিনি নামের পাশ থেকে মুছে ফেলেছেন 'সেনগুপ্ত' পদবী। ফিরে গিয়েছেন পুরনো তাঁর বাবার পদবীতেই। দুই মেয়ে জারা ও সারাকে নিয়েই আপাতত আছেন নীলাঞ্জনা। এরই মাঝে ম𓄧হাশিবরাত্রিতে বড় পদক্ষেপ নিলেন নীলাঞ্জনা। নিজের শরীর থেকে যিশুর শেষ চিহ্নটুকু মুছে ফেললেন তিনি। তাঁর ঘাড়ে যিশুর নামের একটি ট্যাটু ছিল। সেটাই এবার মুছে ফেললেন। যিশুর নাম মুছে সেখানে শিবের ছবি এঁকেছেন নীলাঞ্জনা। সেই ছবি𝔉র নিচে লেখা ওম নমঃ শিবায়। প্রসঙ্গত, এই সময়ের তরফে জানানো হয়েছে নীলাঞ্জনার বাবা ভীষণই অসুস্থ। হাসপাতালে ভর্তি তিনি।
আরও পড়ুন: এবারও বেঙ্গল টপার পরিণীতা! ফুলকি꧟কে টক্কর দিয়ে এগিয়ে গেল জগদ্ধাত্রী, সেরা ৫-এ কারা?