হামেশাই সোশ্যাল মিডিয়ার মন কেড়ে নেয় জোজো-র ছেলে আদি। ২০১৯ সালে ফুটফুটে এই ছেলেকে ঘরে এনেছিলেন তিনি। এই খুদের ভালো নাম আদীপ্ত। য꧑দিও নেটিজেনরা তাকে চেনে আদি নামেই। শনিবার ছেলে আদিকে নিয়ে খুনসুটির মেজাজে সমাজমাধ্যমের পাতায় ধরা দিলেন জো🌺জো, শেয়ার করে নিলেন ভিডিয়ো।
ভিডিয়োয় কী দেখা গিয়েছে?
ভিডিয়োয় দেখা গিয়েছে, ছেলের সঙ্গে খুনসুটিতে মেতেছেন জোজো। তাঁর আর আদির মধ্যে যেন কোনও ফারাকই নেই। ছেলের সঙ্গে খেলার ছলে তিনিও পৌঁছে গিয়েছেন ছেলেবেলায়। গাম্ভীর্য ঝেড়ে ফেলে একবারে বাচ্ছাদের মতো সহজ, সাবলীল হয়ে উঠেছিলেন তিনি। ক্যামেরার পরোয়া না করেই ꦜসরল ছন্দে বার বার ধরা দিয়েছিলেন, ভিডিয়োয় তাঁর পরনে ছিল নেভি ব্লু ও সাদা রঙের একটি পোশাক। অন্যদিকে, আদি পরেছিল সাদা রঙের টি-শার্ট ও আকাশি হাফ প্যান্ট।
আরও পড়ুন: 'হিমেশের বায়োপিক, শ্রীলীলা র꧟ানু মণ্ডল…', অনুরাগের ছবিতে কার্তিকের লুক দেখে রসিকতা নেটিজেনদের!
মা জোজো ছেলে আদির কাছে আদর করার আবদার জানিয়ে আদুরে কন্ꦕঠে বলেছেন, 'আদর করে দাও মাম্মাকে'। মায়ের সেই ডাকে ছোট্ট আদিও মাকে আদর, ভালোবাসায় মাকে ভরিয়ে দ🐠িয়েছিল।
ভিডিয়ো দেখে অনুরাগীরা কে কী বলছেন?
তাঁদের মা-ছেলের এই মিষ্টি ভিডিয়ো প্রকাশ্যে আসতে নেটিজেনরাও অনেক ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের। একজন লেখেন, ‘কী ভালো লাগলো দিদি বলার ভাষাহীন।’ আর একজন লেখেন, ‘মা আর ছেলে দু’জনেই খুব মিষ্টি... অনেক ভালোবাসা তোমাদের জন্য... দিদিভাই…।' আর একজন লেখেন, 'দিদি আপনি সত্যি একজন যোগ্য মা।' ꦜআর এক নেটিজেন লেখেন, ‘মা ছেলের মিষ্টি সম্পর্ক সারাজীবন যেন এমনি থাকে।’
আরও পড়ুন: 'হিমেশের বায়োপিক, শ🦄্রীলীলা ♓রানু মণ্ডল…', অনুরাগের ছবিতে কার্তিকের লুক দেখে রসিকতা নেটিজেনদের!
বর্তমানে আদি (আদিপ্ত)-কে ঘিরেই জোজোর গোটা জগত। কিছুদিন আগেই ধুমধাম করে ছেলের ৫ বছরের জন্মদিন সেলিব্রেট করেছিলেন তিনি। নিজের সন্তান থাকতে কেন তিনি ৫০ বছর বয়সে এসে আবারও একটা পুত্র সন্তান দত্তক নিলেন, তা নিয়ে লোকজনের কৌতুহলের শেষ ছিল না। এমনকী, আদির গায়ের রং নিয়েও কটাক্ষ করেছিলেন কেউ কেউ। আর তাতে একজন মায়ের কড়া বার্তা ছিল, ‘এই ধরনের কথা বললে🅠 জিভ টেনে ছিঁড়ে নেব’।
জোজোর মেয়ে বাজো এখন অনেকটাই বড়। চাকু��রিজীবী। একটা সময় এত কাজ করেছেন যে মেয়ের বড় হওয়ার সাক্ষী থাকতে পারেননি। তাঁর মেয়ে মূলত বড় হয়েছে শাশুড়িমায়ের কাছেই, মাইসোরে। তবে ছেলে আদিকে নিজের হাতে বড় করছেন গায়িকা। বোজোও কিন্তু খুব ꦇভালোবাসে ভাইকে।