২০২৩ সালে আর্চিস সিনেমা🌟র মাধ্যমে বলিউডে পদার্পণ করেছিলেন শ্রীদেবী কন্যা খুশি কাপুর। আর্চিস সিনেমায় অগস্ত্য নন্দা এবং সুহানা খান অভিনয় করলেও সব থেকে বেশি প্রশংসিত হয়েছিল খুশি কাপুরের অভিনয়। খুব স্বাভাবিকভাবেই খুশি মানুষেরꦕ মনে একটা আলাদা প্রত্যাশা তৈরি করেছিলেন।
খুশির দ্বিতীয় ছবিও হতে চলেছে ভীষণ স্পেশাল কারণ এই সিনেমায় ডেবিউ করতে চলেছেন আমির খানের ছেলে জুনায়েদ খান। এই সিনেমায় একটি স্পেশাল চরিত্রে অভিনয় করবেন আশুতোষ রানা। ♔এই সিনেমাতেই একেবারে কার্তিক আরিয়ানের স্টাইলে টানা ৮ মিনিট মনোলোগ করতে দেখা যাবে খুশিকে।
আরও পড়ুন: স্তন ক্যানসার নিয়ে স্যোশাল মিডিয়ায় এত অকপট কীভাবে? ꧑মুখ খুল♒লেন হিনা
সিনেমার গল্প
Loveyapa সিনেমায় দেখা যাবে খুশি এবং জুনায়েদ একে অপরের প্রেমে পড়েছেন। তবে খুশির বাবা ওর𒆙ফে আশুতোষ রানার কাছে বিয়ের প্রস্তাব রাখলে তিনি একদিনের জন্য খুশি এবং জুনায়েদকে নিজেদের ফোন বদলা বদলি করতে বলেন। এখান থেকে শুরু হয় সিনেমার গল্প। জুনায়েদ এবং খুশি, দুজনেই নিজেদের যে সিক্রেট একে অপরের থেকে লুকিয়ে রেখেছিলেন তার সবকিছু ফাঁস হয়ে যায়। সবকিছু জানার পরেও কি ভালোবাসা টিকে থাকবে? বিয়ে হবে দুজনের? জানতে হলে দেখতে হবে Loveyapa।
জানা গেছে, অদ্বৈত চ▨ন্দন পরিচালিত এই সিনেমায় টানা ৮ মিনিট ডায়লগ বলে যাবেন খুশি কাপুর। ২০১১ সালে ‘পেয়ার কা পঞ্চনামা’ সিনেমায় কার্তিক আরিয়ানকে ঠিক এইভাবে ডায়লগꦰ বলতে দেখা গিয়েছিল। কার্তিকের সেই ডায়লগ ভীষণ ফেমাস হয়েছিল। মনে করা হচ্ছে, কার্তিকের থেকে অনুপ্রাণিত হয়েই টানা ৮ মিনিট ডায়লগ বলার সিদ্ধান্ত নিয়েছেন খুশি।
আরও পড়ুন: ২৬ বছরের ছোট মেয়েকে ২য় বিয়ে, বউ ধর্মান্তরিত হতেই সাহিল বলছেন ‘আমি গর্বিত ও ইসলাম গ্রহণ করেছ🌺ে…’
আরও পড়ুন: মোবাইল ফোন ব্যবহার ছেড়ে দিয়েছিলেন সারা আলি খান? কিꦉন্তু কেন এ𓆉মন পদক্ষেপ সইফ কন্যার!
খুশির কেরিয়ারের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হলেও এতে আদতে একেবারেই খুশি নন দর্শকরা। খুশির মনোলোগের ব্যাপারটি জানাজানি হওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে খুশিকে ট্রোল করতে শুরু করেছেন দর্শকরা। একজন লিখেছেন, উনি কি আদৌ বলতে পারবেন এই ডায়লগ? একজন আবার লিখেছেন, কার্তিকের নকল করতে চাইছেন।✃