🎶 প্রত্যেক সপ্তাহের মতোই বৃহস্পতিবার সামনে এসেছে TRP। আর এবার টিআরপি তালিকার চমক হল তৃণা সাহার সিরিয়াল 'পরশুরাম আজকের নায়ক'। এবার 'বেঙ্গল টপার' 'পরিণীতা'র ঘাড়ে একপ্রকার নিঃশ্বাস ফেলছে সে। পরিণীতা গত সপ্তাহের তুলনায় বেশ অনেকটাই কম নম্বর পেয়েছে, তার সংগ্রহে মাত্র ৬.৮ রেটিং। অন্যদিকে তৃণা-ইন্দ্রজিতের সিরিয়াল পেয়েছে ৬.৪ রেটিং। সে যাই হোক।
𒁏 'পরশুরাম আজকের নায়ক' সিরিয়ালটি TRP রেটিং-এ ২ নম্বরে উঠে আসতেই নিজের সিরিয়ালের গল্প নিয়ে মুখ খুলেছেন তৃণা সাহা। তৃণা অবশ্য টেলিপর্দার দর্শকদের কাছে বরবরই জনপ্রিয়। পরশুরাম-এর গল্প দেখা যাচ্ছে, স্বামী-স্ত্রী অর্থাৎ তৃণা ইন্দ্রজিৎ পরস্পর পরস্পরের থেকে কোনও কিছু গোপন করার চেষ্টা করছেন। সত্যিই কি স্বামী-স্ত্রীর সম্পর্কে কোনও কিছু গোপন করা কি উচিত?
ꩵ এবিষয়ে আনন্দবাজারকে তৃণা সাহা বলেন, কারোর বিষয়েই ১০০ শতাংশ জানা সম্ভব নয়। এমনকি বাবা-মাও সন্তানের সবকিছু সবসময় জানেন না। সেটা সম্ভবও না। তৃণার কথায়, ‘আমার মনে হয়, কিছু বিষয় সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ্যে আসাই ভাল। আমার তো অন্তত এমনই ভাল লাগে। সবকিছু জেনে ফেললে, আগ্রহও কমতে থাকে।’ তাঁর কথায়, ‘সম্পর্কে স্বচ্ছতা অবশ্যই প্রয়োজন। তবে কোনওকিছু গোপন করা মানেই প্রতারণা নয়।’
✱আরও পড়ুন-সদ্য মা হয়েছেন মানসী সেনগুপ্ত, হাসপাতালে হাজির ছোট্ট দিদি তুহু, ভাইকে দেখে কী বলল সে?