🌺 ভারতীয় ফুটবল দল সম্প্রতি এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বাংলাদেশের সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এরপর থেকেই ভারতীয় ফুটবল দলের সমালোচনার মুখর হয়েছে ভারতীয় ফুটবল সমর্থকরা। কোচ ম্যানোলো মার্কুয়েজ নিজেই স্বীকার করে নিয়েছেন দল বাংলাদেশের বিরুদ্ধে অত্যন্ত খারাপ ফুটবল খেলেছে।
বিতর্ক বাড়ালেন সান্ধু
♒এরই মধ্যে বিতর্ক বাড়ালেন ভারতীয় দল থেকে বাদ পড়া গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পর তিনি ভারতীয় দলের গোলরক্ষক বিশাল কাইথকে খোঁচা দেওয়ার চেষ্টা করলেন নাম না করে, এমনই মনে করছে ফুটবল সমর্থকরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পরই তিনি নিজের সোশাল নেটওয়ার্কিং সাইটে একটি ছবি পোস্ট করেন, যেখানে দেখা যাচ্ছে তিনি মাটিতে ডাইভ দিয়ে বল ধরছেন। সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘পার্থক্য আছে’।
বিশাল কাইথকে খোঁচা বাদ যাওয়া গুরপ্রিতের
ꦫবুঝতে কারোর অসুবিধা হয়নি, এই পোস্ট আসলে বিশাল কাইথকে উদ্দেশ্য করেই। কারণ ভারতীয় দলে গুরপ্রিতকে সরিয়ে বিশালকে গোলরক্ষক পদে আনা হয়েছে সম্প্রতি। স্রেফ প্রথম একাদশ থেকে নয়, সান্ধুকে পুরো স্কোয়াড থেকেই বাদ দিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে বিশাল আসলে দুটো ভুল করে ফেলেছিলেন। একটি ১১তম মিনিটে যখন তিনি বল ধরে তাড়াতাড়ি শট নিতে গেছিলেন, তখন বল বাংলাদেশে ফুটবলারের গায়ে লেগে গোলের সুযোগ তৈরি হয়ে গেছিল, যদিও সেযাত্রায় অবধারিত পতনরক্ষা করেন মোহনবাগানের অধিনায়ক তথা বিশালের দীর্ঘদিনের সতীর্থ শুভাশিস বোস। এরপর কর্নার বাঁচাতে গিয়েও বিশাল ভুল করে প্রতিপক্ষের পায়ে বল দিয়ে দিয়েছিলেন, যার ফলে গোল হতেই পারত, যদিও সেটা হয়নি।
হিরো সাজতে গিয়ে ভারতীয় দলকে অপমান?
𓃲বিশাল কাইথের এই দুই ভুল দেখেই ওমনি সোশাল নেটওয়ার্কিং সাইটে নিজে হিরো সাজার চেষ্টা করলেন গুরপ্রিত সিং সিন্ধু। যিনি গতবছর একটি ম্যাচেও ভারতকে জেতাতে পারেননি, এমনকি আফগানিস্তানের কাছেও লজ্জাজনকভাবে হেরেছিলেন। সেদিক থেকে বিশাল সুযোগ পেয়ে দুটো ম্যাচেই ক্লিনশিট বজায় রেখেছেন, সঙ্গে দুটি ম্যাচেই ভারত একটিতে জিতেছে এবং একটি ম্যাচে ড্র করেছে। এছাড়াও বাংলাদেশের বিরুদ্ধে বিশাল কাইথ একটি অসাধারণ শট সেভ করেন, যখন বক্সের বাইরে থেকে চকিতে শট নিয়েছিলেন বাংলাদেশের মিডফিল্ডার।
গুরপ্রিতের জন্য আইলিগ হাতছাড়া হয় ইস্টবেঙ্গলের
ﷺগুরপ্রিতের এই পোস্ট দেখে অবশ্য তাঁকে নেটিজেনরা খোঁচা দিতে ছাড়েননি। মনে করিয়ে দিয়েছেন, গুরপ্রিতের পাকামোর জন্যই ইস্টবেঙ্গল আইলিগ জিততে পারেনি আজ থেকে ১০ বছর আগে। এছাড়াও তাঁকে মনে করিয়ে দেন, বিশাল কিন্তু আইএসএলের সেরা গোলরক্ষক বা গোল্ডেন গ্লাভস পেয়েছেন সাম্প্রতিক সময়, গুরপ্রিত পাননি। সঙ্গে তাঁকে খোঁচা দিয়ে এক্স ইউজাররা বলেছেন, গুরপ্রিত যদি এত ভালোই গোলরক্ষক হত তাহলে বিশাল কাইথ আইএসএলে ১৬ গোল, সেখানে গুরপ্রিতকে আইএসএলে এবারে ৩১ গোল খেতে হত না।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।