চলতি বছরের বহুল চর্চিত বাংলা ছবি ‘বেলাইন’-এর পর আবার ‘মায়া সত্য ভ্রম’ নিয়ে ফিরছেন শমীক রায়চৌধুরী, এই খবর বেশ কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিল। তার পাশাপাশি🍸 এবার টলি𝓡উড নতুন জুটি হিসেবে প্রিয়াঙ্কা সরকার আর সোহম মজুমদারকে পেতে চলেছে এই ছবির সূত্রেই, তাও জানা গিয়েছিল আগেই। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ছবির শ্যুটিং। কিন্তু নতুন জুটি হিসেবে একসঙ্গে কাজের অভিজ্ঞতা ঠিক কী রকম? এবার এক সাক্ষাৎকারে সে কথাই ভাগ করে নিলেন সোহম।
প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ঠিক কেমন? এই প্রসঙ্⛄গে এই সময় ডিজিটালকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহম বললেন, ‘একদম ভালো লাগছে না প্রিয়াঙ্কার সঙ্গে কাজ করতে।’ যদিও একেবারে রসিকতা করেই এই কথা বলেন অভিনেতা।
আরও পড়ুন: ৪১-এও মেদহীন টানটান ফিগার! মাত্র ১০ দিনে ৫ কেজি ওজন কমিয়ে ছিলেন সুনিধি! কী কী ছিল গায়িকার ডায়ে🎀টে?
তাছাড়াও এই ছবিতে নায়িকার ‘নো মেকআপ লুক’ সে প্রসঙ্গেও সোহম মজার ছলে বললেন, ‘সাধারণত দেখা যায় নায়িকাদের সাজেই অনেকটা সময় চলে যায়। এই ক্ষেত্রে আমি বেঁচে গিয়েছি।’ তব🎃ে সহ-অভিনেতা সোহম প্রিয়াঙ্কার কাজ নিয়ে খুবি আল্পুত। এই প্রসঙ্গে তিনি বললেন, ‘প্রিয়াঙ্কা মেথড অ্যাক্টর। যখন শুনেছিলাম প্রিয়াঙ্কার বিপরীতে কাজ করব, উৎসাহ দ্বিগুণ হয়ে গিয়েছিল।’
অন্যদিকে প্রিয়াঙ্কা ছবিতে তাঁর চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে বলেন, ‘এটা এমন একটা চরඣিত্র যে অভিনয় করতে গিয়ে প্রতি মুহূর্তে চমকে উঠছি। আসলে আমি নিজেও তো একজন মা। সহজ হওয়ার পর থেকে এই ধরনের চরিত্রে অভিনয় করতে গিয়ে মনের ভিতরে একটা তোলপাড় চলে।’
আরও পড়ুন: ‘একে অপরকে গালাগালিও ꦫকরি,𝄹 মনে হয় না যে আমরা স্বামী-স্ত্রী’, অকপট গোবিন্দার বউ
আসলে এই গল্পে ফুটে উঠবে আট বছর বয়সের একটি ছেলের হঠাৎই নিখোঁজ হয়ে যাওয়া তাঁর পরিবারের জীবন কীভাবে বদলে দেয়। গল্পে সাব-ইনস্পেক্টর সঞ্জয় কোনারের আট বছরের ছেলে টোটোরো নিখোঁজ হয়ে যায়। এরপর নিখোঁজ হয়ে যায় স্যুইডিশ ফিল্ম প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট এবং গবেষক। সে পড়াশোনা করতে ভারতে এসেছিল। প্রথম দিকে মনে হয়েছিল, নিখোঁজ হওয়ার ঘটনা দু’টি একে অপরের সঙ্গে সম্পর্কিত নয়। তবে তদন্তে উঠে আসে এক রহস্যময় ব্যক্তিত্ব ত্রিলোকদর্শী বাব🤡ার নাম। তারপর কী হল? তা জানতে গেলে অপেক্ষা করতে হবে ছবি মুক্তির।
সোহম, প্রিয়াঙ্কা ছাড়া এই ছবিতে অভিনয় করতে দেখা যা💦বে পরাণ বন্দ্যোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, রাণা বসু ঠাকুর, শ্রেয়া ভট্টাচার্য, সন্দীপ ভট্টাচার্য, সৌম্য মজুমদার, ✃দেবপ্রিয় মুখোপাধ্যায়, দেবেশ রায়চৌধুরী এবং পিঙ্কল নন্দীকে। এই ছবির ডিরেক্টর অফ ফটোগ্রাফি হলেন প্রসেনজিৎ কোলে। আর্ট ডিরেক্টরের দায়িত্বে রয়েছেন তপন শেঠ। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন তমাল কান্তি হালদার। আগামী বছরই ছবি মুক্তি পাওয়ার কথা রয়েছে।