ভারত মহাসꦍাগরে থেকে ২,৫০০ কেজিরও বেশি নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে ভারতীয় নৌসেনা। এত বিপুল পরিমাণ মাদক উদ্ধারের ঘটনা ভারত মহাসাগরে এর আগে কখনও ঘটেনি বলে দাবি আধিকারিকদের। একে বড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে। গোপন খবরের ভিত্তিতে পশ্চিম ভারত মহাসাগরে অভিযান চালায়🃏 নৌসেনা। সেই অভিযানেই একটি কয়েকটি সন্দেহজনক জাহাজে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে।
আরও পড়ুন-Gaza: গাজায় হামলার তেজ বাড়াবে! হামাস🥃কে বৃহৎ এলাকা দখলের হুঁশিয়ারি ইজরায়𒁃েলের
সূত্রের খবর, গত ৩১ মার্চ নৌবাহিনীর পি৮আই বিমান থেকে সাগরের উপর টহলদারি꧃র সময়ে কয়েকটি জাহাজ দেখতে পেয়েছিলেন পাইলট। জাহাজগুলির গতিবিধি তাঁর সন্দেহজনক বলে মনে হয়েছিল। তাকে সতর্ক করে নৌবাহিনী। জাহাজগুলির গতি কমাতে বলা হয়। কিন্তু জাহাজগুলি গতিপথ পরিবর্তন করে। এরপরেই সতর্ক করে দেওয়া হয় স্থলভাগের আধিকারিকদেরও।
তারপরে ভারত মহাসাগরীয় অঞ্চলে গিয়ে একটি জাহাজকে আটক করে তল্লাশি চালায় নৌসেনা। ওই জাহাজের বিভিন্ন কার্গো হোল্ড এবং বগিতেღ তল্লাশি চালিয়ে আড়☂াই কেজিরও বেশি মাদক বাজেয়াপ্ত হয়েছে। পাশাপাশি অন্যান্য জাহাজগুলি সম্পর্কে আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বুধবার নৌসেনা জানিয়েছে, 'পশ্চিম নৌ কমান্ডের অধীনে পরিচালিত ভারতীয় নৌসেনা পশ্চিম ভারত মহাসাগরে সফল অভিযানে ২৫০০ কেজিরও বেশি মাদক বাজেয়াপ্ত করেছে।
আরও পড়🃏ুন-Gaza: গাজায় হামলার তেজ বাড়াবে! হামাসকে বৃহৎ﷽ এলাকা দখলের হুঁশিয়ারি ইজরায়েলের
পুলিশকে বিষয়টি জানিয়েছে নৌসেনা। তারা যৌথভাবে এই মাদক উদ্ধারের তদন্ত করবে। জলপথে মাদক পাচারের অভিযোগ অনেক পুরনো। বঙ্গোপসাগর এবং আরব সাগরে মাছ ধরার উদ্দেশে যে নৌকা বা জাহাজ নামে, সেগুলিকে ব্যবহার করে মাদক পাচার করা হয় বলে অভিযোগ। এই চক্র দীর্ঘদিন ধরে সক্রিয়। তবে ভারত মহাসাগরে এই ঘটনায় উদ্বেগ বাড়ছে নৌসেনার। একাধিক মহড়ায় ভারতীয় নৌবাহিনীর অংশগ্রহণের লক্ষ্য ভারত মহাসাগরীয় অঞ্চলে আন্তর্জাতিক 𒉰জলসীমাজুড়ে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং সমৃদ্ধি বৃদ্ধি করা। এই অভিযানটি সামুদ্রিক অপরাধ মোকাবিলা এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার জন্য ভারতীয় নৌবাহিনীর শক্তির প্রতিফলন।