সলমন খানের সিনেমা ‘সিকন্দর’ মুক্তির জন্য প্রস্তুত। আপাতত জ𝓀োরদার প্রচরে ভাইজান। মুম্বইয়ের ইতিউতি দেখা মিলছে তাঁর, নায়িকা রশ্মিকা মন্দনার সঙ্গে। সম্প্রতি সলমন জানালেন যে, ছবির শুটিংয়ের সময় তাঁকে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়েছিল। কঠোর নিপাত্তার মধ্যে কাজ করতে হয়েছিল বিষ্ꦰণোইদের দেওয়া খুনের হুমকির কারণে। এখন সলমন নিজেই শুটিংয়ের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
কী বললেন সলমন খান?
সলমন খান ও আমিরের একটি প্রমোশনাল ভিডিয়ো প্রকাশিত হয়েছে, যেখানে আমির তাঁকে জিজ্ঞাসা করেন ‘সিকন্দর’ ছবির শুটিং কতটা চ্যালেঞ্জিং ছিল। এর উত্তরে এ আর মুরগাদাস জানান যে নিরাপত্তার দিকে বিশেষভাবে নজর দেওয়া হয়েছিল কারণ, তাঁর খোলা জায়গায়, রিয়েল লাইফ লোকেশনে শুট🍰িং করছিলেন। সলমন বলেন, ‘নিরাপত্তার ব্যবস্থা বেশ জাঁকজমকপূর্ণ ছিল কারণ লোকেশনগুলো রিয়েল ছিল, আউটডোর শুটিং ছিল। আমাদের বেশ সতর্ক থাকতে হয়েছিল।’
হুমকির বিষয়ে কী বলেন সলমন?
উল্লেখ্য, এর আগে এক মিডিয়া ইভেন্টে সলমনকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, গত বছর তাঁকে যে প্রাণে মারার হুমকি দেওয়া হয়েছিল, তাতে কি তিনি ভয় পেয়েছিলেন? এর উত♋্তরে সলমন বলেছিলেন, ‘ঈশ্বর, আল্লাহ সবকিছু দেখছেন। যতদিন বেঁচে থাকা লেখা আছে, ততদিনই বেঁচে থাকব। এটাই সত্যি। ক𝓰খনও কখনও এত মানুষকে নিয়ে চলাফেরা করতে হয়, এতেই সমস্যা হয়।’
উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিলে সলমন খানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো হয়েছিল। এরপর থেকে সালমানের নিরাপত্তা বাড়ানো হয়েছিল কয়েকগুণ। লরেন্স 🍸ব🅘িষ্ণোই এই হামলার দায় স্বীকার করেছিল। এরপর থেকেই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়।
সিকন্দর প্রসঙ্গে:
সিকন্দর দিয়ে, বহু𓂃দিন পর ইদে আসছে সলমন খানের সিনেমা। ছবির নায়িকা রশ্মিকা মন্দনা। ইতিমধ্যেই বক্স অফিসে প্রি বুকিংয়ে ঝড় তুলেছে এই ছবি।