𒈔 টিআরপি-র টক্করে বিপক্ষ স্টার জলসাকে এক চুলও জমি ছাড়তে রাজি নয় জি বাংলা। মার্চেই শুরু হয়েছে ‘তুই আমার হিরো’ আর ‘চিরদিনই তুমি যে আমার’ ও ‘দুগ্গামনি ও বাঘ মামা’। তারই মাঝে আরও একটি নতুন মেগার ঘোষণা করে ফেলল জি বাংলা। আর এবার একেবারে নাগ-নাগিনের গল্প।
💝সামনে এল জি বাংলার নতুন মেগা ‘ইচ্ছাধারী নাগকন্যা’র প্রোমো। যদিও নায়ক-নায়িকা কে থাকবে, তা জানানো হয়নি। আপাতত একটি আভাস দেওয়া হল গল্পের। যেখানে দেখা গেল, এক পূর্ণিমার রাতে একে-অপরকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে দুটি সাপ। দেখা যাচ্ছে একটি শিবমূর্তিও।
আরও পড়ুন: 𝐆বিষ্ণোইয়ের দেওয়া খুনের হুমকির মাঝে কীভাবে হয় সিকন্দরের কাজ? ‘আউটডোর শুটিংয়ে…’, জবাব সলমন খানের
ꦐএর আগেও বাংলায় নাগিন নিয়ে গল্প হয়েছে। স্টার জলসায় পঞ্চমী ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল সুস্মিতা দে, আর নায়ক হিসেবে ছিলেন রাজদীপ গুপ্ত। যদিও সেভাবে টিআরপিতে ছাপ ফেলতে পারেনি ধারাবাহিকটি। মাস ছয়েকের মধ্যেই কম রেটিং থাকার কারণে বন্ধ করা হয়।
🔜তবে এই প্রোমো আসতেই রীতিমতো উত্তেজিত দর্শকরা। একজন জি বাংলার সোশ্যাল মিডিয়া পেজে মন্তব্য করলেন, ‘পল্লবীদি নায়িকা হলে খুব ভালো লাগবে’। অপরজন লেখেন, ‘এটা কিঅরিজিনাল নাকি রিমেক। এটুকু দেখে তো মন ভরল না’! তৃতীয়জনের মন্তব্য, ‘জি বাংলায় নাগিন! আমি খুব এক্সাইটেড’। চতুর্থজন লেখেন, ‘এটা ডাবিং হবে না তো?’
আরও পড়ুন: ❀বচ্চনবাড়ির বউমা নাকি শাশুড়ি, কে বেশি বড়লোক? জয়া ও ঐশ্বর্য কত সম্পত্তির মালকিন
⛎আরেক দর্শক লিখলেন, ‘আমার তো মনে হচ্ছে এটা নিউ, কারণ ডাবিং হলে সরাসরি সময়-সহ প্রোমো দিয়ে দিত। কিন্তু এখানে তো ঘটা করে টিজার দিল। আর যদি নিউ হয় তাহলে জি বাংলা কি ভেবে এটা আনছে? জিতে সস্তার পঞ্চমি মার্কা গল্প আনছে নাকি!’
🅠পল্লবী ছাড়াও সৃজলা, রুকমাদের নামও উঠে আসছে দর্শকদের থেকে। যদিও চ্যানেলের তরফ থেকে এখনও কোনো তথ্য শেয়ার করা হয়নি এই নিয়ে। সঙ্গে কোন পুরনো মেগার উপর কোপ পড়বে, তা নিয়েও উঠছে প্রশ্ন। আপাতত আনন্দী ও কোন গোপনে মন ভেসেছে শেষ হওয়ারই সম্ভাবনা রয়েছে।