সারেগামাপা-র পর থেকে চর্চায় রয়েছে কাঁথিꩵর অতনু মিশ্র। দেয়াশিনী রায়ের সঙ্গে যুগ্নভাবে প্রথম হয়েছে সে। আর এই খুদে শিল্পীর বয়স মাত্র ১২। কাঁথিরই এক স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র সে। গান বাজনার পাশাপাশি অতনু একজন ভালো ছাত্রও বটে। এই মুহূর্তে স্কুলে পরীক্ষা চলছে সারাগামাপা ২০২৪-জয়ী এই শিল্পীর। কেমন হচ্ছে পরীক্ষা? সেকথা নিজেই জানালেন অতনু মিশ্র।
খুদে শিল্পীর ফেসবুক পোস্ট থেকে জানা যাচ্ছে, বুধবার তা♌র বাংলা পরীক্ষা ছিল। কেমন হয়েছে সেই পরীক্ষা? এ প্রশ্নই অতনুকে করেছিলেন অনেকে। আর তারই উত্তর দিয়েছে ছোট্ট শিল্পী।
অতনু মিশ্র নিজের ফেসবুকের পাতায় লিখ❀েছে, ‘অনেকে জিজ্ঞেস করেছেন গতকাল বাংলা পরীক্ষা কেমন হলো? মোটামুটি হয়েছে। আসলে আমি এবারের ইউনিট টেস্ট এর পড়✤া দেরি করে শুরু করেছি তো তাই। পুরো ভালো হয়েছে বলতে পারলাম না। আশাকরি পরের পরীক্ষা থেকে ভালো পরীক্ষা দিতে পারব। আজ ইংলিশ আছে। দেখা যাক কেমন হয়?’
আরও পড়ুন-মানুষ যা খায়, তারই ঢেকুর ওঠে🔯…, আর আমরা তো চোরেদের সরকার নিয়ে এসেছি…✃: হিরণ