ইন্ডিয়ান আইডলের সেমি ফাইনাল এপিসোডে অতিথি হিসেবে এসেছিলেন করণ জোহর। দেখা যায়, নিজস্ব ছন্দেই সমস্ত প্রতিযোগীদের নিয়ে একেবারে মাতিয়ে রেখেছিলেন করণ গোটা এপিসোড। তবে কলকাতার মেয়ে মানসী ঘোষ, নিজস্ব ঢঙে করণের সামনে প্রশ্নের ডালি উজার ক💃রতে চাইলে, নির্দেশ এসেছিল আগে সেমি ফাইনাল টপকাতে হব🌼ে তাঁকে। আর তাহলেই মানসীর করা প্রশ্নের উত্তর দেবেন করণ জোহর।
এরপর দেখা যায় সেমি ফাইনালে টপ ৮ থেকে বাদ পড়েন রাগিনী শিন্ডে ও মিশমি ⭕বসু। মানে সেমি ফ𒀰াইনালের গণ্ডি টপকে যায় মানসী। ব্যস, আর যায় কোথায়। প্রশ্নের ডালিও উজার করে ফেলে এই কন্যে।
আরও পড়ুন: চিরদিনই তুমি যে আমার-এ এন্ট্রি নিল নয়া ভিলেন! জিতু-দ💃িতিপ্রিয়ার গল্পে আসবে এই নায়িকাও
মানসীর প্রথম প্রশ্ন ছিল, করণ জোহরকে তাঁর তিন বন্ধুকে বেছে নিতে হবে, কে বেশি ঝগড়া করে, কে বেশি চালাক আর কার আচরণ বেশি প্রতিযোগিতামূলক! তাতে ঝগড়া করে সবচেয়ে বশি এমন বন্ধু হিসেবে করণ না🌠ম নেন ডিজাইনার মণীশ মলহোত্রার। জানান, মণীশ সবসময় করণের মুখের উপর সত্যি বলেন। ধরিয়ে দেন সমস্ত ভুল। আর কাছের বন্ধুর সঙ্গে তাই খুব ঝগড়াও হয় করণের।
আরও পড়ুন: বেবিকটে হাত পা ছুঁড়ে খেলছে মানসীর ৭ দিনের ছেলে, সদ্যোজাতর নাম জানাল✃েন ‘মৌমিত﷽া’
আর চালাক হিসেবে করণ নাম নেন রণবীর কাপুরের। ཧকারণ, চার সিজন ধরে অভিনেতা আসেনি কফি উইথ করণে। আর প্রতিযোগিতামূলক হিসেবে নাম নেন শাহরুখের। বলেন, ‘শাহরুখ কোনো খেলা হারতে চায় না, তা সে বা্🐎পেকবল হোক বা প্যাডেল বল’।
কে গাইবে করণের সিনেময় গান?
এরকমই একটি প্রশ্নে মানসী জানতে চান, ‘এটা শুধু আমি না, আমাদের সবার মনের প্রশ্ন, ইন্ডিয়๊ান আইডলের টপ সিক্স থেকে যদি আপনি কাউকে লঞ্চ করেন, তাহলে সেই সৌভাগ্যবান ব্যক্তিটি কে হবে?’
আরও পড়ুন: নতুন মেগার প্রোমো দ🐓িল জি বাংল♊া! সাপের গল্প, ইচ্ছাধারী নাগকন্যা-য় নাগিন হবেন কে?

আর মানসীর মুখে এমন কথা শুনে করণ বলে ওঠে, ‘আমার মনে হয় তোমরা সবাই দুর্দান্ত। আর সবাই ধর্মা প্রোডাকশনে গাইবে। আর আꦺমি আশা করছি জলদিই সেই সুযোগ পাবে সবাই।’
ইন্ডিয়ান আইডলের টপ ৬-এ কারা?
রাগিনী ও মিশমি-র এলিমিনেশনের পর, বর্তমানে টপ সিক্সে রয়েছেন শুভজিৎ চক্রবর্তী, মানসী ঘোষ, চৈত🎶ন্য দেবাদে, অনিরুদ্ধ সুসওয়ারাম, স্নেহা শঙ্কর এবং প্রিয়াংশু দত্ত।