কখনও নিজের মৃত্যুর খবর নিজে রটিয়ে তো কখনও🍌 আবার পোশাক বিভ্রাটের কারণে নানা সময় খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন পুনম পান্ডে। তবে এদিন যে ঘটনা ঘটল সেটা দেখে চক্ষু ছানাবড়া সবার! এই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারকে চুমু খেতে গ🥃েলেন এক ব্যক্তি!
আরও পড়ুন: বাংলাদেশ নয়, আসতে পারেন না কলকাতাতেও, তসলিমার প্রশ্ন, 'সিপিএম🍸ের কী লা🐽ভ হয়েছিল আমাকে তাড়িয়ে?'
আরও পড়ুন: 'হঠাৎই একটা...' বর্ধমান যাওয়ার পথেꦬ ♏দুর্ঘটনার কবলে পড়ে কনভয়, ঠিক কী ঘটেছিল জানালেন খোদ সৌরভ
কী ঘটেছে?
এদিন এক পাপারাৎজির পেজের তরফে ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটা লাল রঙ♊ের গাউন পরে ফুটপাতে দাঁড়িয়ে আছেন পুনম। সঙ্গে কায়দা করে পরা আছেন জিন্সের জ্যাকেট। তিনি যখন পাপারাৎজিদের জন্য পোজ দিচ্ছিলেন তখন পিছন দিয়ে এক ব্যক্তি আসেন বলেন যে ছবি তুলতে চান। কিন্তু তারপরই তাঁকে দেখা যায় পুনমকে জাপটে 🦄ধরে চুমু খাওয়ার তাল করছেন। সেটা দেখেই এই সোশ্যাল মিডিয়া তারকা নিজেই তাঁকে ঠেলে সরিয়ে দেন। উপস্থিত সবাই রে রে করে ওঠেন।
এক ব্যক্তি বলেন, 'কী অ্যাক্টিং জানেন। দারুণ দারুণ।' আরেকজন বলেন, 𒉰'পুরোটাই স্ক্রিপ্টেড। সেটা দেখেও ༒লোকজন রে রে করছে। কী অবস্থা!' কেউ আবার লোকটি উদিত নারায়ণের সঙ্গে তুলনা করেছেন চুমু খেতে যাওয়ার জন্য। চতুর্থ ব্যক্তি লেখেন, 'ভীষণই নিম্নমানের স্ক্রিপ্ট আর অভিনয়। আরও উন্নতি করতে হবে।'
মহাকুম্ভে পুনম পান্ডে
কিছুদিন আগে 🌞মহাকুম্ভে গেছিলেন পুনম পান্ডে। মহাকুম্ভে স্নান করার বেশ কিছু ছবি পোস্ট করেন তাঁর ইনস্টাগ্রামে। সেখানে তাঁকে কালো কুর্তি এবং জিন্স পরে স্নান করে সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম করতে দেখা যায়। শুধু তাই নয়, মাথায় তিলক কাটেন, নৌকায় চেপে করেন নৌকাবিহার। খাওয়ান পাখিদের। গঙ্গা বক্ষে আরতি থেকে, বিপুল জন সমাগমের ছবি দেখা গিয়েছে তাঁর পোস্টে।
আরও পড়ুন: বিয়ের বছর ঘোরার আগেই সন্তান! কটাক্✃ষের জবাবে শ্রীময়ী বললেন, 'আমাদের পারফরমেন্সটা ভাবো...'
তিনি এদিন এই ছবিগুলো পোস্ট করে ౠলেখেন, 'মহাকুম্ভ। জীবনকে কাছ থেকে চাক্ষুষ করলাম যেখানে একজন ৭০ বছর বয়সী বৃদ্ধ খালি পায়ে ঘণ্টার পর ঘন্টা হাঁটছেন। যেখানে বিশ্বাসের কোনও সীমা পরিসীমা নেই। যাঁরা মারা গেলেন তাঁদের জন্য অন্তর থেকে সমবেদনা। আশা করি তাঁরা মোক্ষলাভ করবেন। এখানকার আধ্যাত্মিকতা আমায় বাক্যহারা করে দিয়েছে।' তিনি এদিন মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ছবি দিতেই কটাক্ষের শিকার হতে হল তাঁকে। এক ব্যক্তি লেখেন, 'এতে কি সব পাপ ধুয়ে গেলꦿ?' আরেকজন লেখেন, 'পুনম পান্ডেও পুণ্যস্নান সেরে নিল। বাকি কে রইল খালি? আমি?' তৃতীয় ব্যক্তি লেখেন, 'যত লোক দেখানো ভন্ডামি।'