পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Basanti Puja 2025 Wishes: মায়ের আশীর্বাদে দূর হোক দুঃখ যন্ত্রণা! প্রিয়জনকে পাঠান বাসন্তী পুজোর শুভেচ্ছাবার্তা
Basanti Puja 2025: বসন্তকালের দুর্গা পুজো। ব🌼াসন্তী পুজোর আজ ষষ্ঠী। মায়ের বোধনের দিন মানে দুঃখকষ্ট সব ভুলে আনন্দে মেতে ওঠার দিন। নিজেরা আনন্দে মেতে ওঠার পাশাপাশি এই দিন প্রিয়জন, আত্মীয় স্বজন সকলের জন্যই থাকে আমাদের শুভকামনা। সেই শুভকামনাই এবার ষষ্ঠীর দিন লিখে জানাতে আপনার আত্মীয় পরিজনদের। কী লিখবেন ভাবছেন? এখানে রইল কিছু শুভেচ্ছাবার্তা। দেখে নিতে পারেন এখান থেকেই।
বাসন্তী পুজোর সেরা শুভেচ্ছাবার্তা
- বাসন্তী পুজোর শুভক্ষণে মা দুর্গার কৃপায় আপনার ও আপনার পরিবারের সকলের জীবন সাফল্যমণ্ডিত হোক, এটাই কামনা করি।
- বাসন্তী পূজার দিন পবিত্রতায় ভরে উঠুক সকলের মন, শান্তি ও আনন্দে বজায় থাক সকলের সংসারে।
- মা দুর্গার আশীর্বাদে আপনার ও আপনার প্রিয়জনদের জীবনে সুখ, সমৃদ্ধি ও শান্তি বজায় থাকুক, এটাই কামনা করি। শুভ বাসন্তী পুজো।
- এই বাসন্তী পূজায় আপনার জীবনে আসুক নতুন আশার আলো। পরিবারের সকলকে সুখসমৃদ্ধি দিক এই পুজো। শুভ বাসন্তী পুজো।
- শুভ বাসন্তী পূজা! মা দুর্গার শক্তিতে আপনি সমস্ত বাধাবিপত্তি অতিক্রম করে জীবনে এগিয়ে চলুন, এমনটাই প্রার্থনা করি।
- মা সাক্ষাৎ শক্তি, তাঁর আরাধনায় আপনার জীবন সফল ও আনন্দময় হোক। শুভ বাসন্তী পুজো।
- বাসন্তী পূজার এই শুভ দিনে আপনার হৃদয় সুখ ও আনন্দে ভরে উঠুক। আপনার পরিবারের সকলের মঙ্গল হোক।
- মা দুর্গা আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক, এটাই কামনা করি আজকের দিনে। শুভ বাসন্তী পুজো।