World Piano Day 2025: জগৎ বিখ্যাত জার্মান সুরকার লুইগ ভ্যান বিথোভেন বলেছিলেন, "পিয়ানোর সুর ভুল হওয়া তুচ্ছ তবে আবেগহীন ভাবে বাজিয়ে যাওয়া অমার্জনীয় ত্রুটি"। তাই পিয়ানো চর্চা যাতে মানুষের মধ্যে আরও ছড়িয়ে পরে সেই ইচ্ছাতেই এক দশক আগেই বিশ্ব পিয়ানো দিবস উদযাপন শুরু হয়। জেনে নিন এর পিছনের ইতিহাস।