Train: চলন্ত ট্রেন থেকে জলভর্তি বোতল! সোজা এসে লাগে কিশোরের বুকে, মর্মান্তিক পরিণতি!
1 মিনিটে পড়ুন Updated: 02 Apr 2025, 06:55 PM IST🌊খেলছিল রেললাইনের ধারে। ট্রেন থেকে ছোঁড়া বোতল এসে লাগল কিশোরের বুকে।
🌊খেলছিল রেললাইনের ধারে। ট্রেন থেকে ছোঁড়া বোতল এসে লাগল কিশোরের বুকে।
🧸 অত্যন্ত মর্মান্তিক। চলন্ত ট্রেন থেকে ছোঁড়া হয়েছিল জলভর্তি বোতল। আর রেললাইনের কাছে খেলছিল এক বালক। ট্রেন থেকে ছোঁড়া সেই বোতল গিয়ে সরাসরি লাগে কিশোরের বুকে। তার জেরে মৃত্যু ওই বালকের। গুজরাটের রাজকোট এলাকার ঘটনা। মৃতের নাম বাদল সন্তোষভাই ঠাকুর। গোটা ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। মাত্র ১৪ বছর বয়সেই মর্মান্তিক পরিণতি হল ওই কিশোরের।
༒ আসলে ওই পরিবার মধ্যপ্রদেশের বাসিন্দা। কিন্তু কাজের সূত্রে পরিবার থাকত গুজরাটে। গত দু বছর ধরে তারা গুজরাটে বসবাস করত। মৃত কিশোরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, ওই কিশোর তারই এক বন্ধুর বাড়ির বাগানে খেলছিল। খেলতে খেলতে তারা রেললাইনের ধারে চলে গিয়েছিল। সেই সময় চলন্ত ট্রেনꦫ থেকে জলভর্তি বোতল ছোঁড়া হয়। ভেরাভল-বান্দ্রা ট্রেন থেকে এই জলভর্তি বোতল ছোঁড়া হয়েছিল বলে খবর। আর সেই বোতল এসে লাগে ওই বালকের বুকে। তারপরই একেবারে মর্মান্তিক ঘটনা। বুকে বোতলটি লাগে। তার জেরে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে এর আগে চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর💮 ছোঁড়ার ঘটনা হয়েছে। বন্দে ভারত ট্রেনকে নিশানা করে বার বার পাথর ছোঁড়া হয়েছে। আর এবার চলন্ত ট্রেন থেকে ফেলা হয়েছিল জলভর্তি বোতল। আর সেই জল ভর্তি বোতল এসে লাগে কিশোরের বুকে। তার জেরে সব শেষ! অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই পরিবারের মধ্য়ে।