🌃 পাকিস্তানের হয়ে ব্যাট ধরতে আসবেন না। সার্ক (সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশন) নিয়ে বাংলাদেশকে স্পষ্ট বার্তা দিল ভারত। আসলে সার্ককে পুনরুজ্জীবিত করতে ভারতের কাছে আর্জি জানিয়েছিল বাংলাদেশ। সেটার প্রেক্ষিতে শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘যখন মাসকটে বাংলাদেশের বৈদেশিক উপদেষ্টার (মহম্মদ তৌহিদ হোসেন) সঙ্গে বিদেশমন্ত্রীর (এস জয়শংকর) দেখা হয়েছে, তখন যে বৈঠক হয়েছে, তাতে সার্কের বিষয়টি উত্থাপন করেছে বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার প্রত্যেকে জানেন যে সার্কের পথে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে কোন দেশ এবং কোন দেশের কাজকর্ম। বিদেশমন্ত্রী জানিয়েছেন যে সন্ত্রাসবাদের বিষয়টাকে যেন সাধারণভাবে না দেখে বাংলাদেশ।’
সার্কের কমিটির পুনরুজ্জীবনে ভারতের সহায়তা চায় বাংলাদেশ
🐽গত সপ্তাহে ওমানের মাসকটে অষ্টম 'ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে' ভারতের বিদেশমন্ত্রী সঙ্গে বৈঠক হয় বাংলাদেশের বৈদেশিক উপদেষ্টার। সেই বৈঠকের পরে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল, সার্কের স্ট্যান্ডিং কমিটির বৈঠক ডাকার প্রয়োজনীয়তার উপরে জোর দেওয়া হয়েছে। আর সেই বিষয়ে নয়াদিল্লির সহায়তা চাওয়া হয়েছে বলে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল।
সার্কের কথা উল্লেখও করেননি জয়শংকর
𝄹যদিও সেই বৈঠকের পরে ভারতের বিদেশমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, তাতে সার্কের বিষয়ে কোনও উচ্চবাচ্য করা হয়নি। ভারতের বিদেশমন্ত্রী বলেছিলেন, 'বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের বৈদেশিক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে দেখা হল। দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি বিমস্টেক (২০২৫ সালের ২ এপ্রিল থেকে ৪ এপ্রিল পর্যন্ত ব্যাঙ্ককে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন হবে) নিয়েও আলোচনা করা হয়েছে।'
উরি হামলার পর থেকে সার্ক কমিটির বৈঠক বন্ধ
ဣআসলে মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে। যা প্রায় ১০ বছর ধরে সার্ক স্তব্ধ হয়ে আছে। ২০১৬ সালে উরি হামলার পর থেকে আর সার্কের স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়নি। ওই জঙ্গি হামলার পরে ভারত এবং পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। তারইমধ্যে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারত। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল জঙ্গিদের লঞ্চপ্যাড।
সার্কের সদস্যভুক্ত দেশ
১) আফগানিস্তান।
২) বাংলাদেশ।
৩) ভুটান।
৪) ভারত।
৫) মলদ্বীপ।
৬) নেপাল।
৭) পাকিস্তান।
৮) শ্রীলঙ্কা।